ঢালিউড
মাহির সংসারে ভাঙনের সুর

রকিব সরকার ও মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)
চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে ভাঙনের সুর। স্বামী রকিব সরকারের সঙ্গে বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা।
গতকাল (১৭ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়ায় প্রায় ৯ মিনিটের একটি ভিডিওর মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানার খর জানান মাহি। তিনি বলেন, ‘আমি আর রকিব ভালো বোঝাপড়া থেকেই বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম। জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে, আমরা একে অপরের জন্য নই। আমরা একে অপরকে সম্মান জানিয়েই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেকদিন ধরেই আমরা সেপারেশনে আছি। হয়তো খুব শিগগিরই এর একটা সমাপ্তি ঘটবে।’
তবে কী কারণে বিয়েবিচ্ছেদ সেই বিষয়টি খোলাসা করেননি মাহি। তার কথায়, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেনো ভালো নেই, সেটা ওই দুটি মানুষই বলতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি তাদের সমস্যা বুঝতেও পারবে না, সমাধানও করতে পারবে না। কবে আর কিভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করবো।’

রকিব সরকার ও মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)
ভিডিওতে স্বামীর প্রশংসা করে মাহি যোগ করেন, ‘রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। সে অনেক যত্নবান। মাথার ওপর ছাতা দিয়ে আমাকে আগলে রেখেছিল সে।’
রকিবের সঙ্গে সংসারে এক পুত্রসন্তানের মা হয়েছেন মাহিয়া মাহি। ২০২৩ সালের ২৮ মার্চ রাতে তাদের ছেলে ফারিশ জন্মগ্রহণ করে। তার জন্য দোয়া চেয়ে ভিডিওতে মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন, যেন তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

রকিব সরকারের কোলে ফারিশ, তাদের সঙ্গে মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এই তারকা। তবে ভোটের মাঠে জিততে পারেননি তিনি। তাকে নির্বাচনি প্রচারণায় সহযোগিতা করেছেন রকিব।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)
২০১৫ সালের ১৫ মে কাজী অফিসে গিয়ে শাওন নামে একজনকে বিয়ে করেন মাহি। কিন্তু সেই সংসার টেকেনি। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। ২০২০ সালের জুনে তাদের দাম্পত্য জীবন ভেঙে যায়।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
