Connect with us

ওটিটি

মিস ইউনিভার্স অধ্যায়ের পর মিথিলার ‘থার্সডে নাইট’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘থার্সডে নাইট’-এর দৃশ্যে সৌম্য জ্যোতি ও তানজিয়া জামান মিথিলা (ছবি: চরকি)

থাইল্যান্ডে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলোচিত হয়েছেন মডেল-অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। শাপলা ফুলের মোটিফে সাজানো জামদানি শাড়ি পরে দেশীয় সংস্কৃতি তুলে ধরে প্রশংসিত হয়েছেন তিনি। বিশ্বের ১২০ দেশের প্রতিযোগীর ভিড়ে শীর্ষ ৩০-এ স্থান করে নেন এই সুন্দরী। এটাই মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশি কোনো মডেলের সেরা অর্জন। মিস ইউনিভার্স মিশন শেষে এবার ওটিটির পর্দায় হাজির হচ্ছেন মিথিলা। ‘থার্সডে নাইট’ নামের নতুন একটি ফ্ল্যাশ ফিকশনে দেখা যাবে তাকে।

ওটিটি প্ল্যাটফর্ম চরকি’তে গতকাল (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় মুক্তি পেয়েছে ‘থার্সডে নাইট’। এর ট্রেলারে বোঝা গেছে, গল্পটি কোনো এক বৃহস্পতিবার রাতের। পরদিন ছুটি থাকায় থার্সডে নাইট পার্টিতে মেতে উঠেছিলো কয়েক বন্ধু। কিন্তু সেই রাতের ঘটনা তাদের জীবনে তৈরি করে সমস্যা।মিথিলা অভিনীত চরিত্রটি নির্দিষ্ট একটি সময়ের স্মৃতি মনে করতে পারে না। তার সেই ভুলে যাওয়া সময় উদ্ঘাটনের জন্য তদন্তে নামে পুলিশ। মিথিলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বন্ধু, পুলিশ ও একজন ড্রাইভারের নানা ঘটনায় এগিয়েছে কাহিনি।

‘থার্সডে নাইট’-এর পোস্টারে (বাঁ থেকে) ফররুখ আহমেদ রেহান, সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি, (মাঝে) তানজিয়া জামান মিথিলা (ছবি: চরকি)

‘থার্সডে নাইট’-এ পুলিশ কর্মকর্তা শারমিন চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। তার সঙ্গে তানজিয়া জামান মিথিলার বন্ধুত্বের কথা বিনোদন জগতে চাউর আছে। এবারই প্রথম একসঙ্গে কোনো ফিকশনে কাজ করলেন তারা। মাহি বলেন, ‘মিথিলার জন্যই এই কনটেন্টে কাজ করেছি। আমরা প্রায়ই আমাদের কাজ নিয়ে আলোচনা করতাম। যখন সুযোগ এলো একসঙ্গে কাজ করার, তখন আর হাতছাড়া করিনি।’

সামিরা খান মাহি জানান, পহেলা বৈশাখে ‘থার্সডে নাইট’-এর শুটিং করেছিলেন। সেদিন সকালে আসামি পেটানোর দৃশ্য ছিলো। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই বৈশাখ উদযাপনে মেতেছিলেন তিনি।

‘থার্সডে নাইট’-এর দৃশ্যে ফররুখ আহমেদ রেহান, ও তানজিয়া জামান মিথিলা (ছবি: চরকি)

মিথিলার বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল। তাদের মধ্যে রেহান রাফ-টাফ ও সামান্য রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন,জাহিদ প্রীতম ভাই আমার প্রিয় একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা ছিলো। এবার সেটি পূরণ হলো। আমি মূলত পরিচালকের কাছে নিজেকে সঁপে দেই। তিনি যেভাবে চান সেভাবে কাজ করার চেষ্টা থাকে আমার। এখানেও ব্যতিক্রম হয়নি। নির্মাতা আমার চরিত্রটি নিয়ে যেভাবে ভেবেছেন, সেটা এককথায় দারুণ। একটু অন্যরকম বলে আমিও কাজটি করে খুব মজা পেয়েছি।’

‘থার্সডে নাইট’-এর দৃশ্যে তানজিয়া জামান মিথিলা ও সৌম্য জ্যোতি (ছবি: চরকি)

সময়ের আলোচিত তরুণ অভিনেতা সৌম্য জ্যোতি ‘থার্সডে নাইট’ কনটেন্টে মিথিলার খুব কাছের বন্ধু। তার দাবি, ‘উৎসব’ সিনেমার পর তাকে নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, নতুন ফ্ল্যাশ ফিকশনটিতে সেটি বজায় থাকবে। তিনি বলেন, ‘রেহান ভাই, মিথিলা আপুসহ পুরো ইউনিটের সঙ্গে কাজ করা ছিলো খুব আনন্দের। আমি সবসময় ভালো স্ক্রিপ্টে বিশ্বাসী। গল্পটি প্রথম শুনেই ভালো লেগেছে। তাছাড়া জাহিদ প্রীতম এমন একজন পরিচালক, যার কাছে একজন অভিনেতা হিসেবে আমি নিজেকে পুরোপুরি বিলিয়ে দিতে পারি।’

জাহিদ প্রীতম (ছবি: ফেসবুক)

‘থার্সডে নাইট’ পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। দেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক সত্যি ঘটনার অনুপ্রেরণায় গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। নির্মাতা জানান, ফ্ল্যাশ ফিকশনটি মূলত বন্ধুদের নিয়ে ইনভেস্টিগেশন থ্রিলার ঘরানার গল্প। এতে একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানো হয়েছে। জাহিদ প্রীতম বলেন, ‘গল্পটি কয়েকজনের দৃষ্টিতে বলার চেষ্টা আছে ঠিকই, কিন্তু এর ফল দর্শকদের কাছেই। এখানে দর্শকরাই মূল বিচারক।’

‘থার্সডে নাইট’-এর দৃশ্যে তানজিয়া জামান মিথিলা (ছবি: চরকি)

চরকি’র জন্য এর আগে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্ম পরিচালনা করে প্রশংসিত হয়েছেন জাহিদ প্রীতম। তিনি জানান, মিস্ট্রি তার পছন্দের জনরা। তার আশা,  গল্পটির প্লট ও টুইস্ট দর্শকদের পছন্দ হবে।

‘থার্সডে নাইট’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নকশী তাবাসসুম, পারভেজ সুমন, মেহেদী হাসান মেধা, সাদিদ আদনান ওয়াহিদ, রেহনুমা আলম ঐশী। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই ও চরকি’র যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ