ঢালিউড
মুম্বাইয়ে থার্ড আই এশিয়ান ফেস্টিভ্যালে বাংলাদেশের তিন ও ফারিণের সিনেমা
ভারতের মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে ২০তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের আসরে মনোনীত হয়েছে খন্দকার সুমনের ‘সাঁতাও’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ এবং সৈয়দা নিগার বানুর ‘নোনা পানি’। এছাড়া থাকছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা। আগামীকাল (১২ জানুয়ারি) শুরু হয়ে উৎসবটি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

‘সাঁতাও’ সিনেমার পোস্টার (ছবি: ফেসবুক)
উদ্বোধনী দিন স্থানীয় সময় সকাল ১০টায় মুম্বাইয়ে থানের ভিভিয়ানা মল সিনেপলিস থিয়েটারে এবং কান্দিভালির ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্সে দেখানো হবে ‘সাঁতাও’। এর গল্পে দেখা যায়, পুতুল ও তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্ত দুর্ভাগ্যজনকভাবে পুতুলের শিশু সন্তান মারা যায়। অন্যদিকে প্রসবের পর গাভীর মৃত্যু হয়। সন্তান হারানোর কষ্টের ভেতর পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় অনাথ বাছুর লালুর মাঝে। কৃষকের সংগ্রামী জীবন, মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ ও হাসি-কান্না নিয়েই সিনেমাটি।
মুম্বাইয়ের মাহিমে সিটিলাইট সিনেমায় আগামী ১৬ জানুয়ারি আবার দেখানো হবে ‘সাঁতাও’। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে এটি। এতে কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দর্শকেরা দেখতে পারছেন। বাংলাদেশ থেকে ‘সাঁতাও’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে।

‘নোনা পানি’ সিনেমার পোস্টার (ছবি: বেঙ্গল ক্রিয়েশন্স)
উৎসবের উদ্বোধনী দিন স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে কান্দিভালির ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্সে থাকছে ‘নোনা পানি’। এর গল্পে রয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র। প্রান্তিক এই জনগোষ্ঠীর যাপিত জীবনের গল্প বলা হয়েছে এতে। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়িতা মহলনাবিশ, রুবল লোদী, বিলকিস বানু, রাকিবুল হক রিপন, বীণা মজুমদার, সুকান্ত সরকার প্রমুখ। আগামী ১৬ জানুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সিটিলাইট সিনেমায় আবার দেখানো হবে এটি।
২৯তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘নোনা পানি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটি এখনো বাংলাদেশে মুক্তি পায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এর একটি প্রদর্শনী হবে। বেঙ্গল চলচ্চিত্র উন্নয়ন ফোরামের ব্যানারে ‘নোনা পানি’ প্রযোজনা করেছেন আবুল খায়ের লিটু, সহ-প্রযোজনায় লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল ক্রিয়েশনসের পরিবেশনায় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির পরিবেশনা সমন্বয় করছেন নির্মাতা খন্দকার সুমন।

‘পাতালঘর’ সিনেমার পোস্টার (ছবি: চরকি)
মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’ সিটিলাইট সিনেমায় দেখানো হবে আগামী ১৪ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে। সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসিরউদ্দিন খান, মৌটুসি বিশ্বাস ও এরফান মৃধা শিবলু। ‘পাতালঘর’ দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।
আগামী ১৬ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সিনেপলিস থিয়েটারে এবং সমাপনী দিন স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে কান্দিভালির ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্সে আবার দেখানো হবে ‘পাতালঘর’।

‘আরো এক পৃথিবী’ সিনেমার দৃশ্যে তাসনিয়া ফারিণ ও কৌশিক গাঙ্গুলি (ছবি: এসকে মুভিজ)
বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত কলকাতার সিনেমা ‘আরো এক পৃথিবী’ মনোনীত হয়েছে ২০তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। এর প্রদর্শনী হবে আগামী ১৩ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে সিটিলাইট সিনেমায়, ১৪ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে কান্দিভালির ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্সে এবং ১৬ জানুয়ারি স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে সিনেপলিস থিয়েটারে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
