ওটিটি
মুম্বাইয়ে প্রথম হিন্দি সিনেমার প্রিমিয়ারে ঢাকাই জামদানিতে জয়া
বলিউড এবং ওটিটিতে অভিষেক হলো নন্দিত অভিনেত্রী জয়া আহসানের। তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ গতকাল (৮ ডিসেম্বর) মুক্তি পেলো ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। এদিন মুম্বাইয়ের পিভিআর জুহু মাল্টিপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির জমকালো প্রিমিয়ার। অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

ঢাকাই জামদানিতে শাড়িতে দারুণ লেগেছে জয়া আহসানকে।

পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে জয়া আহসান।

(বাঁ থেকে) সানজানা সঙ্গী, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

‘কড়ক সিং’ সিনেমার মুম্বাই প্রিমিয়ারে নিজের অনুভূতি জানিয়েছেন জয়া আহসান।

(বাঁ থেকে) সানজানা সঙ্গী, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী থিরুভোথু ও জয়া আহসান (ছবি: ফেসবুক)

‘কড়ক সিং’ পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী (ছবিতে সর্ববামে)। তিনি এর আগে দুটি হিন্দি সিনেমা বানিয়েছেন। এগুলো হলো ‘পিঙ্ক’ (২০১৬) এবং তামান্না ভাটিয়ার ‘লস্ট’ (২০২২)। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘পিঙ্ক’ ভারতের জাতীয় পুরস্কারে সামাজিক ইস্যুতে সেরা সিনেমার স্বীকৃতি পেয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘অনুরণন’ ভারতের জাতীয় পুরস্কারে সেরা বাংলা সিনেমা হয়েছে ২০০৮ সালে। এছাড়া তার বানানো ‘অন্তহীন’ ভারতের জাতীয় পুরস্কারে সেরা সিনেমার সম্মান পেয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরীর আরো তিনটি বাংলা সিনেমা হলো ‘একটি তারার খোঁজে’ (২০১০), ‘অপরাজিতা তুমি’ (২০১২) এবং ‘বুনো হাঁস’ (২০১৪)।

বলিউড তারকাদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছেন জয়া আহসান।

২ ঘণ্টা ৮ মিনিটের ‘কড়ক সিং’ সিনেমায় আরো অভিনয় করেছেন খুশবু কমল, পরেশ পাহুজা, বরুণ বুদ্ধদেব, দিলীপ শঙ্কর, যোগি মালাঙ, সঞ্জীব শর্মা ও রাজন মোদি।

সংগীতশিল্পী পাপন ও সুরকার-সংগীত পরিচালক শান্তনু মৈত্রের সেলফিতে জয়া আহসান।

(বাঁ থেকে) জয়া আহসান, পার্বতী থিরুভোথু ও সানজানা সঙ্গী।

কয়েকদিন আগেই ৫৪তম গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) ‘কড়ক সিং’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয়েছে।

‘কড়ক সিং’ সিনেমার গল্প আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তা এ কে শ্রীবাস্তবকে (পঙ্কজ ত্রিপাঠি) কেন্দ্র করে। স্মৃতিশক্তি লোপ পাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে একটি চিট-ফান্ড কেলেঙ্কারি মামলার জট খোলার চেষ্টা করেন তিনি। এ কে শ্রীবাস্তব কি শেষ পর্যন্ত সমাধান বের করতে পারবেন? সেই সঙ্গে প্রশ্ন হলো, কেন তাকে কড়ক সিং বলা হয়? এসবের উত্তর মিলবে সিনেমাটি দেখলে।

২০২৩ সাল দারুণ কেটেছে জয়ার। ‘বিউটি সার্কাস’ সিনেমার সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ ব্যবসাসফল হয়েছে। এরমধ্যে ‘অর্ধাঙ্গিনী’ ছাড়াও ৫৪তম গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে (আইএফএফআই) আমন্ত্রণ পেয়েছে ‘কড়ক সিং’, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ এবং বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানের মোর্তজা অতাশ জমজমের ‘ফেরেশতে’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস