Connect with us

টেলিভিশন

আইটেম গানে সামিরা খান মাহি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘খুশবু’র আইটেম গানের দৃশ্যে সামিরা খান মাহি (ছবি: দীপ্ত টিভি)

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। তার নাম তিতলি মির্জা। ‘খুশবু’ নামের একটি মেগা সিরিয়ালে এই চরিত্রে হাজির হবেন তিনি। চরিত্রের প্রয়োজনে একটি আইটেম গানে নেচেছেন এই তারকা। 

দীপ্ত টিভি ও বেসরকারি চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে আজ (১৫ সেপ্টেম্বর) থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মেগা সিরিয়াল ‘খুশবু’। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে মেগা সিরিয়ালটির গল্প। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড়ে গার্মেন্টসকর্মী নারীদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালোবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে ‘খুশবু’তে। পাশাপাশি থাকছে রুপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্প।

‘খুশবু’র আইটেম গানের দৃশ্যে সামিরা খান মাহি (ছবি: দীপ্ত টিভি)

নতুন ধারাবাহিকের প্রথম পর্বেই আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে সামিরা খান মাহিকে। কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ে কলিজা কাবাব হওয়া ও ভালোবাসার মানুষের ভালো না বেসেই দূরে চলে যাওয়ার কথা নিয়ে সাজানো হয়েছে গানটি।

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার বিজয়ী মিষ্টি ঘোষ। অন্যান্য চরিত্রে থাকছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রতিযোগিতার আরেক বিজয়ী সাকিব হোসাইন, রিয়েলিটি শোটির শীর্ষ পারফরমার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ