Connect with us

ছবিঘর

‘মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে তোমায় খাওয়াতে পারি’

ইউরোপের দেশ মন্টেনেগ্রো ভ্রমণ করে একটি কবিতা লিখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে দেশটির বুদভা শহরে ও অ্যাড্রিয়াটিক সাগরে ভেসে বেড়ানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। এবার মন্টেনেগ্রোর আরেক শহরে তোলা চারটি ছবি ফেসবুক পেজে ছেড়েছেন এই তারকা। একঝলকে দেখে নিন সেগুলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মন্টেনেগ্রোর কোটর শহরের ‘আওয়ার লেডি অব দ্য রকস’ দ্বীপে তাসনিয়া ফারিণ। পাহাড়, সাগর ও সবুজের মিশ্রণে চারপাশে নয়নাভিরাম সৌন্দর্য।

রঙিন চেক টি-শার্ট ও ফর্মাল প্যান্টে তাসনিয়া ফারিণকে দারুণ লাগছে।

ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের লেখা কবিতা জুড়ে দিয়েছেন তাসনিয়া ফারিণ, ‘বেশি কিছু চাই না আমি, এক টুকরো আকাশ, দূর পাহাড়ে ছোট্ট বাড়ি, মেঘের হাওয়াই মিঠাই বানিয়ে তোমায় খাওয়াতে পারি, যদি হতে চাও সঙ্গী, চশমা নিও রঙ্গিন, ফিরতে চাইলে তোমার সাথে জীবনের আড়ি, তোমায় দেওয়ার আছে শুধু জায়গাটুকু, আমার ছোট্ট মেঘের বাড়ির।’ গত ৮ জুলাই কবিতাটি লিখেছেন তিনি।

কোটর শহরে তোলা তাসনিয়া ফারিণের ছবিগুলোতে ফেসবুকে ৭৯ হাজার লাইক ও ইনস্টাগ্রামে ৪২ হাজারের বেশি লাভ রিঅ্যাক্ট এসেছে।

গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার জন্য তুমুল ব্যস্ত সময় কাটানোর পর লন্ডনে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তাসনিয়া ফারিণ।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ