Connect with us

শুভেচ্ছা

মেয়ের বাবা হওয়ার সুখবর জানালেন অপূর্ব

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জিয়াউল ফারুক অপূর্ব ও শাম্মা দেওয়ান (ছবি: ইনস্টাগ্রাম)

আবার বাবা হলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার তার কোল জুড়ে এসেছে এক কন্যাসন্তান। বেসরকারি একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছে। অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ান নিজেদের কন্যার নাম রেখেছেন ‘অনয়া’। মা ও মেয়ে দুই জনই সুস্থ আছে। তাদের পরিবারে এখন খুশির ফোয়ারা! 

আজ (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়ায় কন্যার ছোট্ট হাতের ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের ফুটফুটে কন্যাশিশুর আগমনে আমরা আনন্দ আর কৃতজ্ঞতায় উচ্ছ্বসিত। পৃথিবীতে স্বাগতম, প্রিয় অনয়া! আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আপনাদের দোয়া কামনা করছি। আমাদের প্রতি আপনাদের এতো ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’

 

View this post on Instagram

 

A post shared by Ziaul Faruq Apurba (@actor.apurba)

২০২১ সালে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। দাম্পত্যের চার বছর পর বাবা হওয়ার সুখবর জানালেন তিনি। আবার বাবা হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

জিয়াউল ফারুক অপূর্ব ও শাম্মা দেওয়ান (ছবি: ইনস্টাগ্রাম)

শাম্মা দেওয়ান হলেন অপূর্বর তৃতীয় স্ত্রী। তিনি বেড়ে উঠেছেন আমেরিকাতেই। সেখানেই বিবিএ সম্পন্ন করেছেন। গাড়ি প্রস্তুতকারক একটি সংস্থার ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করেন শাম্মা।

জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে তার ছেলে জায়ান ফারুক আয়েশ (ছবি: ইনস্টাগ্রাম)

এর আগে দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে সংসার জীবনে এক পুত্রসন্তানের বাবা হন অপূর্ব। তার ছেলের নাম জায়ান ফারুক আয়েশ। ২০২০ সালে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্যের ইতি টানেন অপূর্ব। তার প্রথম স্ত্রী ছিলেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ