ছবিঘর
মেহেদি রাঙা হাতে বরের জন্য কী লিখেছেন মেহজাবীন
ভালোবেসে ঘর বেঁধেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। দীর্ঘ ১৩ বছরের প্রেমপর্ব পেরিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দু’জনে। তাদের সংসারে এখন সুখের হাওয়া। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ধুমধাম করে বিয়ের বন্ধনে জড়িয়েছেন তারা। বিশেষ দিনটিতে তোলা ছবি ও নিজেদের অনুভূতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন তারা। গতকাল (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকে বিয়ের বেশ কিছু স্থিরচিত্র শেয়ার করেন মেহজাবীন।

বিয়েতে চমৎকার একটি লেহেঙ্গা পরেছেন মেহজাবীন চৌধুরী। কপালে টিকলি, কানে ঝুমকা, গলায় জড়োয়া হার। তার মুখ ছিল ঘোমটা দেওয়া। দুই পাশে দুই বোন কায়নাত (বাঁ-দিকে) ও মালাইকা (ডানে)।

মঞ্চে দাঁড়িয়ে নববধূর অপেক্ষায় ছিলেন আদনান আল রাজীব। তার পানে হাত বাড়িয়েছেন কনে।

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরীর ভালোবাসার জয়। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও কখনো জনসমক্ষে সেটি স্বীকার করেননি তারা। তবে তাদের সম্পর্ক ছিলো খোলা খাতার মতো। অবশেষে বিয়ের মধ্য দিয়ে দু’জনের প্রেমের সফল সমাপ্তি হলো।

মেহজাবীন জানিয়েছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখায় ১৫ মিনিট আলাপ হয়েছিলো তার। সেই থেকে তারা বাঁধা পড়েছেন একে অপরের মনে। শুরু থেকে বিয়ের দিন পর্যন্ত ৪ হাজার ৬৯৪ দিন কেটেছে তাদের।

ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে মেহজাবীন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমরা হাতে হাত রেখে চিরকাল একসঙ্গে পথচলার কথা দিয়েছি। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।’

মেহজাবীনকে পেয়ে আদনান আল রাজীব সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতিতে জানিয়েছেন, ‘১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার রক্ষক ও আমার সবচেয়ে ভালো বন্ধু। এখন থেকে চিরকালের জন্য, মেহজাবীন চৌধুরী।’

মেহেদি রাঙা হাতে বরের উদ্দেশে মেহজাবীন লিখেছেন, ‘আমার হৃদয় তোমারই এবং সবসময় তোমারই থাকবে।’

বিয়েতে বর-কনের দারুণ কিছু মুহূর্ত নিয়ে সাজানো ভিডিওর সঙ্গে নেপথ্যে বেজেছে একটি নতুন গান। এর শিরোনাম ‘তুমি এলে ঘরে’। এটি সুর করেছেন আরাফাত মহসিন নিধি। তার সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম। এর কথা লিখেছেন তন্ময় পারভেজ।

আদনান আল রাজীবের অনুভূতিতে, ‘আমি একজন সাধারণ মানুষ, এমন কিছু শিল্প সৃষ্টির চেষ্টা করে যাচ্ছি যেগুলো দেখতে ও মেধার দিক দিয়ে সহজ-সরল। তবুও সবসময় কোনো না কোনোভাবে আমার যা প্রাপ্য তার চেয়েও আমাকে বেশি দিয়েছেন সৃষ্টিকর্তা। আমার মনে হয়, তিনি আমাকে কৃপা করেন। আর এবার তিনি সবচেয়ে সুন্দর ও মূল্যবান উপহার তোমাকে পাইয়ে দিলেন আমাকে।’

বিয়েতে আদনান আল রাজীব পরেছেন খয়েরি রঙা শেরওয়ানি।

বেশ কিছুদিন ধরেই মেহজাবীন ও আদনান আল রাজীবের বিয়ের গুঞ্জন ভাসছিলো হাওয়ায়। অবশেষে সেটাই সত্যি হলো!

বিয়েতে সুখী আমেজে বর-কনের দুই পরিবার।

গত ২৩ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে হলুদ ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক শিল্পী-কুশলী। ছবিতে (বাঁ থেকে) গায়িকা জেফার রহমান, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, অভিনেত্রী তানজিন তিশা, তাসনিয়া ফারিণ ও অভিনেতা ইরফান সাজ্জাদ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
