Connect with us

বলিউড

মোস্তাফিজকে কেকেআর দলে নিয়ে তোপের মুখে শাহরুখ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান ও মোস্তাফিজুর রহমানের ছবির কোলাজ

বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজ়ুর রহমানকে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এ কারণে একজন রাজনৈতিক নেতার রোষানলে পড়েছেন নায়ক। তাকে ‘গাদ্দার’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। এছাড়া ৬০ বছর বয়সী এই অভিনেতার ওপর রুষ্ট হয়েছেন ভারতের এক আধ্যাত্মিক গুরু। 

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে জলঘোলা চলছেই। কিছুদিন আগে ময়মনসিংহে দীপু দাসকে গাছে বেঁধে পুড়িয়ে মারার ঘটনায় বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। এ নিয়ে ভারতীয়রা বিষোদ্গার করেছেন। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ গত দেড় বছরে ঘুরেফিরে এসেছে ভারতীয় গণমাধ্যমে। তাই কাটার মাস্টার ফিজকে দলে নেওয়ায় শাহরুখের ওপর ক্ষোভ জন্মেছে।

বিজেপি নেতা সঙ্গীত সোম বলেন, ‘আমি প্রতিজ্ঞা করে বলছি– মোস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসে, তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। এ কথা শাহরুখ খানের মতো গাদ্দারদের বুঝে নেওয়া উচিত। তিনি দেশদ্রোহিতা করছেন। অথচ এই দেশের (ভারত) মানুষের জন্যই আজ তিনি ওই জায়গায় পৌঁছেছেন।’

শাহরুখ খান (ছবি: এক্স)

ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার পক্ষে বরাবরই বার্তা দিয়ে থাকেন শাহরুখ। তিনি ধর্মীয় অসহিষ্ণুতার বিরোধিতা করেন। এজন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তার উদ্দেশে বিজেপি নেতার তির্যক মন্তব্য, ‘আপনি এই দেশ থেকে অর্থ উপার্জন করেন। আর ওই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহিতা করেন। কখনো পাকিস্তানকে চাঁদা দেওয়ার কথা বলেন, কখনো আবার রহমানের মতো খেলোয়াড়দের কেনার কথা বলছেন। এই দেশে (ভারত) এসব আর চলবে না। এই দেশে দেশদ্রোহীদের কোনো জায়গা নেই।’

এর আগে একই প্রসঙ্গে শাহরুখের ওপর ক্ষিপ্ত মনোভাব দেখিয়েছেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর। তার দাবি, ইতোমধ্যে শাহরুখের টিমের সঙ্গে যোগাযোগ করে মোস্তাফিজকে বাদ দিতে বলেছেন। তিনি এক সভায় বলেন, ‘আমি মনে করি, কোনো বাংলাদেশি খেলোয়াড়কে আমাদের দেশে আনা উচিত নয়। কিন্তু একজন হিরো সেই কাজই করলো। তিনি মুম্বাইয়ে থাকেন। আইপিএলে তার নিজের দল আছে।’

শাহরুখ খান ও মোস্তাফিজুর রহমানের ছবির কোলাজ

সেই সভায় দেবকীনন্দন সাফ জানিয়ে দিয়েছেন, কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ না দিলে আইপিএলে তিনবারের চ্যাম্পিয়ন এই দলকে বয়কট করার আহ্বান জানাবেন তিনি।

যদিও এসব ঘটনায় এখন পর্যন্ত শাহরুখের পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ