ঢালিউড
মৌসুমী বনাম মৌসুমী!

আরিফা পারভীন জামান মৌসুমী (ছবি: ফেসবুক)
অভিনেত্রী আরিফা জামান মৌসুমী এখন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী! গতকাল (১১ নভেম্বর) একই দিনে মুক্তি পেয়েছে তার নতুন দুই সিনেমা। এগুলো হলো মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘ভাঙন’ এবং আশুতোষ সুজন পরিচালিত ‘দেশান্তর’। দুটোই সরকারি অনুদানে নির্মিত। বছরখানেকের বেশি সময় পর তার নতুন সিনেমা এলো।
সমাজের ভাসমান মানুষের জীবনের গল্প নিয়ে ‘ভাঙন’ মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের ১৯টি সিনেমা হলে। ‘হরিজন’ ও ‘একজন মহান পিতা’র (২০২০) পর পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেনের তৃতীয় সিনেমা এটি। তার লেখা ‘মোহন গায়েনের বাঁশি’ ছোটগল্প অবলম্বনে সাজানো হয়েছে এটি।
কাহিনিতে দেখা যায়, নদী ভাঙনে গৃহহীন ও সমাজে বঞ্চিত হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ অনেকে বসবাস শুরু করে শহরের বস্তিতে। তাদের চাওয়া-পাওয়া এবং পরিণত যুগলের প্রেম পর্দায় তুলে ধরা হয়েছে। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’।

‘ভাঙন’ সিনেমার পোস্টার (ছবি: প্রযুক্তি বাংলা কথাচিত্র)
‘ভাঙন’ সিনেমায় চুড়ি বিক্রেতা জুলি চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, মির্জা আফরিন, হিমেল রাজ, মিশু চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী প্রমুখ।
এদিকে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং পুরান ঢাকার লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে ‘দেশান্তর’। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে নির্মলেন্দু গুণের উপন্যাস ‘দেশান্তর’ অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিনেমাটি। তার মেয়ে মৃত্তিকা গুণ হলেন আশুতোষ সুজনের স্ত্রী। এটাই তার পরিচালিত প্রথম সিনেমা।

‘দেশান্তর’ সিনেমার পোস্টার (ছবি: বে অব বেঙ্গল ফিল্মস)
‘দেশান্তর’ সিনেমায় মধ্যবয়সী অন্নপূর্ণা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। দেশভাগের সময় আশেপাশের অনেকে চলে গেলেও তিনি বাংলাদেশে থেকে যান। এস এম সুলতানের চিত্রকর্ম থেকে চরিত্রটির ভাবনা পেয়েছেন পরিচালক। তার আশা, ‘দেশান্তর’ দেশকে নতুন করে ভালোবাসতে শেখাবে। দেশ কতটা গুরুত্বপূর্ণ সেটা ফুটিয়ে তোলা হয়েছে গল্পে।

আরিফা পারভীন জামান মৌসুমী (ছবি: ফেসবুক)
তিনবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান এবং অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার মেয়ে রোদেলা সুভাষিনী টাপুর। এর মাধ্যমে টাপুরের অভিষক হলো বড় পর্দায়। এছাড়াও আছেন মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিকসহ অনেকে।

আরিফা পারভীন জামান মৌসুমী (ছবি: সাইদুল ইসলাম রাহি)
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় মৌসুমীর। প্রথম কাজেই আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এরপর লম্বা সময় দাপটের সঙ্গে কাজ করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।
গত ৩ নভেম্বর জন্মদিন উদযাপন করেছেন মৌসুমী। ১৯৭৩ সালের ৩ নভেম্বর পৃথিবীতে জন্মগ্রহণ করেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
