শুভেচ্ছা
যমজ সন্তানের মা হলেন সুমাইয়া শিমু

সুমাইয়া শিমুর কোলে যমজ পুত্রসন্তান (ছবি: ফেসবুক)
ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু মা হলেন। তার কোল জুড়ে এসেছে যমজ পুত্রসন্তান। এখন তিনি অভিনন্দনে ভাসছেন।
গতকাল (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুমাইয়া শিমু জানান, গত ৮ নভেম্বর সকাল ১১টা ২৬ মিনিট ও সকাল ১১টা ২৭ মিনিটে তার যমজ ছেলের জন্ম হয়। তবে দুই নবজাতকের নাম জানাননি তিনি।

সুমাইয়া শিমুর কোলে যমজ পুত্রসন্তান (ছবি: ফেসবুক)
সুমাইয়া শিমু বলেন, ‘সবার সঙ্গে সুসংবাদটি ভাগাভাগি করতে চেয়েছিলাম। আমাদের পরিবার বড় হয়েছে। আমরা এখন দুই ফুটফুটে ছেলের গর্বিত বাবা-মা। সর্বশক্তিমানকে ধন্যবাদ ও শুকরিয়া! আমাদের মন ভালোবাসায় ভরে গেছে। সবার শুভকামনার জন্য ধন্যবাদ। সত্যিই আমাদের হৃদয় প্রাণবন্ত হয়ে উঠেছে।’

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)
সুখবর জানানোর সঙ্গে একটি ভিডিও এবং সন্তানদের কোলে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন সুমাইয়া শিমু। ভিডিওতে দেখা গেছে, হাসপাতালে নার্সারি ট্রে’তে তার যমজ সন্তান শুয়ে আছে, তাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। দুই ছেলেকে স্বাগত জানাতে সোনালি রঙের ফয়েল বেলুন দিয়ে ‘টু হোম’ লিখে ঘর সাজানো হয়। এর সঙ্গে ছিলো সাদা, কালো ও আকাশি নীল রঙের বেলুন। বেবি শাওয়ারের দিন তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)
মা হওয়ায় সুমাইয়া শিমুকে বিনোদন অঙ্গনের অনেকে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য চিত্রনায়িকা নিপুণ, কেয়া, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, অপি করিম, রোজী সিদ্দিক, তানভিন সুইটি, বন্যা মির্জা, দীপা খন্দকার, ফারজানা চুমকি, সুষমা সরকার, ঐন্দ্রিলা, সোহানা সাবা, নোভা ফিরোজ, স্বাগতা, শারমিন জোহা শশী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশি, শামীমা তুষ্টি, অভিনেতা চঞ্চল চৌধুরী, এফ এস নাঈম, নিলয় আলমগীর, মিশা সওদাগর, জিতু আহসান, মীর সাব্বির, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, রওনক হাসান, একে আজাদ সেতু, মাজনুন মিজান, আহসান হাবিব নাসিম, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, নরেশ ভূঁইয়া, সিদ্দিক, নির্মাতা সালাহউদ্দিন লাভলু, মাতিয়া বানু শুকু, গোলাম সোহরাব দোদুল, কৌশিক শংকর দাস, সকাল আহমেদ, মিজানুর রহমান আরিয়ান, দীপু হাজরা, আরিক আনাম খান, অনন্য ইমন, সংগীতশিল্পী তপন চৌধুরী, বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, এলিটা করিম, লোপা হোসেইন, সৈয়দ শহিদ, জয় শাহরিয়ার, সাব্বির জামান, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ প্রমুখ।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)
সুমাইয়া শিমু এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন। যমজ সন্তানের সুখবর দেওয়ার আগে গত জুনে বাবা দিবসে সর্বশেষ একটি পোস্ট করেছিলেন তিনি। মা হওয়ার খবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানাতে আবার ফেসবুক বেছে নিলেন এই তারকা।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)
২০১৫ সালের ২৮ আগস্ট যুক্তরাষ্ট্র-ভিত্তিক এনজিও রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সুমাইয়া শিমু। তার সঙ্গেই সংসার করছেন তিনি।
সুমাইয়া শিমুর জন্ম নড়াইলে। শৈশব কেটেছে সেখানেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে স্নাতকোত্তর এবং একই বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

সুমাইয়া শিমু (ছবি: ফেসবুক)
১৯৯৯ সালে ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মধ্য দিয়ে টেলিভিশন নাটকে অভিষেক হয় সুমাইয়া শিমুর। এরপর অনেক খণ্ড নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক এবং বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি।
দীর্ঘদিনের বিরতির পর ২০২১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘লাইফলাইন’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফেরেন সুমাইয়া শিমু। অলাভজনক সংগঠন ‘বেটার ফিউচার ফর ওমেন’ নামের একটি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
