ঢালিউড
রাজের ‘ওমর’ সিনেমা নিয়ে কৌতূহল বাড়লো, মুক্তি এ বছরেই

‘ওমর’ সিনেমার প্রোমোশনাল পোস্টার (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছয় নম্বর সিনেমা ‘ওমর’ কী ধরনের হবে? এ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ। আজ (২ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির প্রচারণামূলক পোস্টার প্রকাশ্যে এনে সেই কৌতূহল আরো বাড়িয়ে দিলেন তিনি। এতে দেখা যাচ্ছে, অন্ধকার রাতে সড়কে একটি গাড়ির হেডলাইট জ্বলছে। পুরো পোস্টার জুড়ে রহস্যের আবহ।
সোশ্যাল মিডিয়ায় শোবিজ অঙ্গনের অনেকেই ‘ওমর’-এর প্রচারণামূলক পোস্টার শেয়ার দিয়ে রাজকে শুভকামনা জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, মনিরা আক্তার মিঠু, নির্মাতা চয়নিকা চৌধুরী, সৈকত নাসির, অনন্য মামুন, সঞ্জয় সমদ্দার, ইমরাউল রাফাত, নঈম ইমতিয়াজ নেয়ামূল, আবু রায়হান জুয়েল, মুহাম্মদ মিফতাহ আনান, রাফাত মজুমদার রিংকু, মেহেদি হাসান হৃদয়, শহিদ উন নবী, রাইসুল তমাল, রুবেল আনুশ, অভিনয়শিল্পী বাপ্পি আশরাফ, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান, সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজ, সৈয়দ নাফিস, গীতিকবি জাহিদ আকবর, সোমেশ্বর অলি, সাকি আহমদ, রবিউল ইসলাম জীবনসহ অনেকে।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)
নতুন সিনেমাটিতে কারা অভিনয় করবেন সেসব এখনো চমক হিসেবে রেখেছেন রাজ। আগামী মাসে শুটিং শুরুর পরিকল্পনা করছেন তিনি। কিছুদিনের মধ্যে অভিনয়শিল্পীদের নাম ঘোষণার ইচ্ছে আছে তার।
খোরশেদ আলমের প্রযোজনায় ‘ওমর’-এর ঘোষণা দেওয়ার সময় রাজ বলে রেখেছেন, ‘আমার আগের সিনেমাগুলোর চেয়ে এটি একটু আলাদা ঘরানার অর্থাৎ রহস্য থ্রিলার। গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট আছে।’
সিনেমাটির প্রচারণামূলক পোস্টারে উল্লেখ আছে, মাস্টার কমিউনিকেশন্সের নিবেদনে ২০২৩ সালেই মুক্তি পাবে এটি। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করবেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: সিনেমাওয়ালা নিউজ)
‘ওমর’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। এরমধ্যে প্রথমটি অর্থাৎ ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)। চার বছর পর সিনেমা পরিচালনায় ফিরছেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
