ওটিটি
রাফীর ‘অমীমাংসিত’ নিয়ে অবশেষে মীমাংসা, একসপ্তাহ পরেই মুক্তি

‘অমীমাংসীত’র পোস্টার (ছবি: আইস্ক্রিন)
রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ বিতর্কিত বিষয়বস্তুর কারণে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিলো। দর্শকদের মনে প্রশ্ন জন্ম নেয়– এই অমীমাংসিত রহস্যের জট আদৌ কি খুলবে? ধুলো জমে যাওয়া ফাইলগুলোর আদৌ কি কখনো মীমাংসা হবে? নাকি রহস্যটা অমীমাংসিত থেকে যাবে? আশার কথা হলো, পুনরায় আপিলের মাধ্যমে অবশেষে বহুল প্রতীক্ষিত এই ওয়েব ফিল্ম নিয়ে মীমাংসা হয়েছে! ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অনুমতি পেয়েছে এটি। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে দিনক্ষণ।
গতকাল (৭ ডিসেম্বর) রায়হান রাফী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “চেহারার আড়ালে লুকানো রহস্য এখনো প্রকাশের অপেক্ষায়। ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ আগামী ১৫ ডিসেম্বর আসছে আইস্ক্রিনে।”

রায়হান রাফী (ছবি: ফেসবুক)
গত বছরের ২৯ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো ওয়েব ফিল্মটি। তবে ‘দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয়’ বলে সেন্সর বোর্ড চূড়ান্ত রায় দেওয়ায় এর মুক্তি আটকে যায়। কারণ ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত টিজার দেখে ধারণা করা হয়, একযুগের বেশি সময় ধরে বিচারাধীন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির রহস্যজনক হত্যাকাণ্ড অবলম্বনে তৈরি হয়েছে এটি। টিজারে সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।
আইস্ক্রিন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চারটি ক্লু’র মাধ্যমে থ্রিলারধর্মী গল্পটির আভাস দেয়। প্রথমটি ছিলো– কে? কেন? কিভাবে? খুনী কারা? দ্বিতীয় ক্লু’তে প্রশ্ন তোলা হয়– রিপোর্ট তো প্রস্তুত। কিন্তু আদৌ কোনোদিন সাবমিট হবে তো? তৃতীয় ক্লু’তে বলা হয়েছে– অবশেষে কি জট খুলবে এই ‘অমীমাংসিত’ রহস্যের? ফরেনসিকের কাছে কী এমন তথ্য আছে যা পাল্টে দিতে পারে সকল হিসাব-নিকাশ? চতুর্থ ক্লু’তে বিশিষ্ট দানবীর কিন্তু প্রতারক ও দুর্নীতিবাজ খালেকুজ্জামানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পর্দার আড়ালে থাকা এই দুর্নীতিবাজের কী ভূমিকা অর্ণব-নীরু হত্যাকাণ্ডে? কেনো তার নামও উচ্চারিত হচ্ছে এই মামলার সঙ্গে? সবশেষ ক্লু’তে জানতে চাওয়া হয়েছে, মৃত্যর আগে কি কিছু বলতে চেয়েছিলো সাংবাদিক দম্পতি অর্ণব-নীরু?

‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে তানজিকা আমিন (ছবি: চরকি)
‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে সাংবাদিক দম্পতি অর্ণব-নীরুর ভূমিকায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ফরেনসিক বিশেষজ্ঞ ড. রুবিনা চরিত্রে আছেন ফারিহা শামস সেওতি। ড. রুবিনার বিশ্বাস, তিনি এই অমীমাংসিত রহস্যের জট খুলতে পারবেন। খালেকুজ্জামান চরিত্রে পর্দায় আসবেন শহীদুল আলম সাচ্চু। এছাড়া একটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
