ঢালিউড
রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় কে কোন চরিত্রে

(বাঁ থেকে) রায়হান রাফী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী (ছবি: ফেসবুক)
ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে টানা দুটি অ্যাকশনধর্মী কাজ (তুফান ও তাণ্ডব) করার পর রায়হান রাফী এবার বানিয়েছেন ভৌতিক ধাঁচের সিনেমা ‘আন্ধার’। তার পরিচালনায় এতে মুখ্য তিনটি চরিত্রে সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন– এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন ধরে। নির্মাতা এ নিয়ে এতোদিন মুখ না খুললেও শেষমেষ গুঞ্জনই সত্যি হলো! এর বাইরে তিনি আরো কয়েকজনের নাম জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে।
‘আন্ধার’ সিনেমায় গোয়েন্দা দেলোয়ার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এর আগে বড় পর্দায় ‘পোড়ামন ২’, ‘দহন’ ও ‘দামাল’ সিনেমায় রাফীর সঙ্গে কাজ করেছেন তিনি। সর্বশেষ ‘তাণ্ডব’-এ অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া ওটিটিতে তাদের ফিল্ম ‘টান’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
‘আন্ধার’ সিনেমায় নাদিয়া চরিত্রে নাজিফা তুষি ও শমসের চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী। এর আগে ‘হাওয়া’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের।

(বাঁ থেকে) আফসানা মিমি, মোস্তফা মন্ওয়ার ও তানজিকা আমিন (ছবি: ফেসবুক)
ইন্সপেক্টর মনওয়ারের ভূমিকায় মোস্তফা মনওয়ার ও জালাল চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। হাজেরা খাতুন চরিত্রে আছেন আফসানা মিমি। তানজিকা আমিনকে দেখা যাবে পিয়া চরিত্রে।

ফররুখ আহমদ রেহান ও স্বর্ণালী চৈতি (ছবি: ফেসবুক)
‘আন্ধার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখছেন নবীন অভিনেতা ফররুখ আহমদ রেহান। তার চরিত্রের নাম হিমেল। মঞ্চনাটক থেকে উঠে আসা স্বর্ণালী চৈতি অভিনয় করেছেন মায়া চরিত্রে। তারও অভিষেক হচ্ছে বড় পর্দায়।
গতকাল (৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ‘গিক মিথ’ অনুষ্ঠানে ‘আন্ধার’ সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়। চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা সাকিব চৌধুরী ও আদনান আদিব খান যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। রায়হান রাফীর সঙ্গে এতে যোগ দেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি, আফসানা মিমি, মোস্তফা মনওয়ার ও ফররুখ আহমদ রেহান।

‘গিক মিথ’ অনুষ্ঠানে ‘আন্ধার’ সিনেমার টিম
রায়হান রাফী জানান, শুটিং শুরুর আগে পাঁচদিন অভিনয়শিল্পীরা একসঙ্গে মহড়া করেছেন। তিনি বলেন, ‘এটি বাংলাদেশে নির্মিত সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে। কারণ এতে প্রচুর অ্যাকশন ও ভিএফএক্সের কাজ আছে। টেকনিক্যালি বাংলা সিনেমা কতোদূর এগিয়েছে, এই সিনেমায় আমরা সেটা প্রমাণ করবো। এর পোস্ট-প্রোডাকশন করতে আট-নয় মাস লাগবে।’
‘আন্ধার’ মুক্তি পাবে ২০২৬ সালে। ‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের ‘বেজবাবা’ সুমন, ক্রিপটিক ফেইট ব্যান্ডের সাকিব চৌধুরী ও আদনান আদিব খান। ‘আন্ধার’ প্রযোজনা করছেন সারাহ আলী খান, সাকিব চৌধুরী ও আদনান আদিবের প্রতিষ্ঠান ২২১বি।
সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন সুমন সরকার। পোশাক পরিকল্পনায় আনিকা জাহিন ও শিল্প নির্দেশনায় শিহাব নুরুন নবী। ভৌতিক ধাঁচের সিনেমা হওয়ায় মেকআপে গুরুত্ব দেওয়া হয়েছে আলাদাভাবে। সিনেমাটির রূপসজ্জা ও হেয়ার আর্টিস্ট মোহাম্মদ তারেক। প্রস্থেটিক শিল্পী হিসেবে কাজ করেছেন স্বর্ণা ভৌমিক। ভিএফএক্স সুপারভাইজার আহসান হাবিব শাওন। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।
- 
																	
										
																					ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
 - 
																	
										
																			বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
 - 
																	
										
																			নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
 - 
																	
										
																			ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
 - 
																	
										
																			ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
 - 
																	
										
																			ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
 - 
																	
										
																			ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
 - 
																	
										
																			ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
 
