ঢালিউড
রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় চঞ্চলের পর নিশো

(বাঁ থেকে) আফরান নিশো, রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)
‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’র পর ‘দম’ নিয়ে বড় পর্দায় পূর্ণাঙ্গভাবে ফিরবেন অভিনেতা আফরান নিশো। তার পাশাপাশি থাকছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমাটি পরিচালনা করবেন রেদওয়ান রনি। এর মাধ্যমে ১০ বছর পর নির্মাণে ফিরছেন তিনি।
রেদওয়ান রনি জানিয়েছেন, সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘দম’ সিনেমার গল্প। তিনি বলেন, “এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। সাধারণ মানুষের দুর্দান্ত মানসিক শক্তি নিয়ে কাজ করতে অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। এর মাধ্যমে মানুষ যেকোনো ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে। অনেক বছর পর সিনেমা নির্মাণের ক্ষুধা মেটাতে এই গল্প আমাকে তাড়িত করেছে। সিনেমার মুখ্য চরিত্রের মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হতে পারে। আর সত্যি ঘটনা আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”

আফরান নিশো (ছবি: চরকি)
এবারই প্রথম রেদওয়ান রনির পরিচালনায় কাজ করতে যাচ্ছেন আফরান নিশো। নিজের নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “এমন গল্প নিয়ে আমাদের দেশে কাজ হয়েছে বলে আমার জানা নেই। আমার জীবনে দেশে এ ধরনের সিনেমা দেখিনি। ‘দম’-এ টিকে থাকার অনুপ্রেরণাদায়ক গল্প থাকছে। এমন গল্পের প্রতি বিশেষ দুর্বলতা আছে আমার। এ ধরনের গল্পে আলাদা একটা উত্তেজনা থাকে। সবচেয়ে বড় বিষয় হলো– ‘দম’ সিনেমায় আমার চরিত্রে অনেক অনেক স্তর আছে। স্বাভাবিকভাবেই এটি চ্যালেঞ্জিং হবে, যা আমাকে অনুপ্রাণিত করেছে।”

আফরান নিশো (ছবি: চরকি)
সিনেমাটির শুটিংয়ে যাওয়ার অপেক্ষায় আছেন নিশো। তার কথায়, “আমার অভিনীত ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ ছিলো গল্প নির্ভর ও পারফরমেন্সকেন্দ্রিক সিনেমা। এটি ধরে রাখার চেষ্টা করি। ‘দম’ ব্যতিক্রম কিছু না। অনেক বড় ক্যানভাসের গল্প এটি। আমার আগের দুটি সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প ‘দম’। এটিও পারফরম্যান্স ও অভিনয় নির্ভর সিনেমা হতে যাচ্ছে। রেদওয়ান রনি খুবই একনিষ্ঠ ও কাজের প্রতি সৎ, তাই চ্যালেঞ্জটা নিতে খুব ভালো লাগছে।”
২০২৩ সালের ৯ ডিসেম্বর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে ঘটা করে সিনেমাটির ঘোষণা দিয়ে জানানো হয়, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তখন প্রকাশ্যে আসে এর প্রচারণামূলক পোস্টার। এতে দেখা যায়, পাহাড়ি অঞ্চলে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একজন। লোকটির চোখ ও হাত বাঁধা। পোস্টারে ‘দম’ শব্দের মাত্রা দিতে ব্যবহার হয়েছে বন্দুকের স্কেচ।

চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনি (ছবি: চরকি)
চঞ্চল চৌধুরী বলেন, “রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার ‘দম’ সিনেমার গল্প অসাধারণ। এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি। আমার মনে হয় দর্শকরা চমকে যাবেন। বড় ক্যানভাসের সিনেমাটির গল্প রনির কাছে শুনে অবাক হয়েছি। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এ সিনেমার সঙ্গে যারা আছেন, সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প-চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করবো, এটাই তো সবচেয়ে আনন্দের।”

‘দম’ সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: চরকি)
‘দম’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে কে অভিনয় করবেন? কবে ও কোথায় হবে শুটিং? এখন এসব প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাদের আশ্বস্ত করতে রেদওয়ান রনি বলেন, “শিল্পী নির্বাচন ও লোকেশন চূড়ান্ত করার কাজ চলছে। অল্প সময়ের মধ্যে দর্শকদের সব জানিয়ে সিনেমাটির শুটিং শুরু করতে পারবো আশা করছি। ‘দম’ নিয়ে সবার আগ্রহ ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা রইলো।”
প্রচারণামূলক পোস্টারে উল্লেখ ছিলো ২০২৫ সালে মুক্তি পাবে ‘দম’। কিন্তু এ বছর আর আসছে না সিনেমাটি। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘দম’। এটি যৌথভাবে প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

রেদওয়ান রনি (ছবি: চরকি)
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা কিংবা বলতে পারি আফরান নিশোকে নিয়ে বড় আয়োজনের সিনেমা ‘দম’। স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ। এখন প্রি-প্রোডাকশন চলছে। শিগগিরই আমরা শুটিংয়ে যাবো। ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’ ও ‘তাণ্ডব’ দেখে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করতে ভালো গল্প, ভালো পারফরম্যান্স ও বড় আয়োজন ছাড়া সম্ভব নয়। সব মিলিয়ে ‘দম’ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত।”
‘দম’ হতে যাচ্ছে রেদওয়ান রনির তৃতীয় সিনেমা। তিনি এর আগে ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) সিনেমা দুটি পরিচালনা করেন। ‘চোরাবালি’র জন্য সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এসেছে তার ঘরে। ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এই নির্মাতা। সব ব্যস্ততা কাটিয়ে নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস