গান বাজনা
লাকী আখান্দের অপ্রকাশিত সুরে মেহরিনের নতুন গান
প্রয়াত সংগীতশিল্পী লাকী আখান্দের সৃষ্টিসম্ভার থেকে অপ্রকাশিত একটি সুরে বের হলো নতুন গান। এর শিরোনাম ‘সে গানেরই পাখি’। এটি লিখেছেন গোলাম মোরশেদ, এতে কণ্ঠ দিয়েছেন মেহরিন।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে ঢাকার একটি অভিজাত হোটেলে ছিলো গানটির প্রকাশনা অনুষ্ঠান। এখানে কেক কেটে লাকী আখান্দের ৬৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এরপর তাঁর সৃষ্টিশীল কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন গোলাম মোরশেদ, মেহরিন, ফোয়াদ নাসের বাবু, বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, মাকসুদুল হক। এছাড়া অনুষ্ঠানে লাকী আখান্দের স্মৃতিবিজড়িত ভিডিও ফুটেজ প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। লিখিত বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন-এর ভাইস চ্যান্সেলর এবং আনিসুল হক ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. রুবানা হক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবিডি ডটকম-এর পরিচালক, আনিসুল হক ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি এবং মোহাম্মাদী গ্রুপের পরিচালক নাভিদুল হক। এছাড়া বক্তব্য রেখেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী।

কেক কেটে লাকী আখান্দের ৬৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয় (ছবি: কুল এক্সপোজার)
লাকী আখান্দের ডজনখানেক গান নিয়ে প্রায় ৪০ মিনিট জ্যামিং সেশন উপহার দেন মাকসুদুল হক, সুমনা হক, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, শেখ শাহেদ আলি, পার্থিব ব্যান্ডের রুমন এবং পেন্টাগনের সুমন, নিপো, তরুণ মুন্সীসহ অনেকে। অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে আনিসুল হক ফাউন্ডেশন ও শিল্পীর পাশে ফাউন্ডেশন।
‘সে গানেরই পাখি’র সংগীতায়োজন করেছেন রূপক। ভিডিওটি নির্মাণ করেছেন তাজওয়ার ইয়াকিন এবং এসকে নাঈম। এতে মা ও মেয়ের চরিত্রে মডেল হয়েছেন নাজিফা আয়াত ও তাসনুভা, ব্যক্তিজীবনেও তারা মা-মেয়ে। মেহরিনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে মিউজিক ভিডিওটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
