ছবিঘর
লাল বেনারসিতে সৌরভকে বিয়ে করলেন দর্শনা
ভালোবেসে ঘর বাঁধলেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস। গত ১৫ ডিসেম্বর সাত পাঁকে বাঁধা পড়েন তারা। কলকাতার বাইপাসের ধারে একটি ব্যাঙ্কোয়েটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বেশ কিছুদিন প্রেম পর্বের পর দর্শনার সিঁথিতে সিঁদুর পরালেন সৌরভ।

বিয়েতে রুপার কাজ করা লাল বেনারসি আর সোনার গয়নায় সেজেছেন দর্শনা। কপালে সোনার টিকলি। নাকে নথ। শাড়িতে রয়েছে মুগা জরির কাজ। বর-কনের ছবি আঁকা গাছকৌটো হাতে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন নায়িকা। অন্যদিকে সাদা ধুতি ও শেরওয়ানির সঙ্গে লাল রঙের কাশ্মীরি শাল পরেছেন সৌরভ। তার গলায় সোনার হার। চোখে চশমা। হাতে ঘড়ি।

বিয়ের আসরে বাঙালি খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেছেন সৌরভ-দর্শনা। মেন্যুতে ছিলো বাসন্তী পোলাও, চিংড়ির মালাইকারি, ফিশ ফ্রাই, ভেটকির পাতুরি, পাঁঠার মাংস। পরিবার ও আত্মীয়স্বজনের পাশাপাশি নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সৌম্যজিৎ আদক, সোহিনী সরকারসহ টালিউডের কয়েকজন চেনা মুখ।

গত বছর মুক্তিপ্রাপ্ত সৌমজিৎ আদাকের ‘অল্প হলেও সত্যি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে দর্শনা ও সৌরভের বন্ধুত্ব হয়। তারপর স্টার জলসার ‘গোলেমালে গোল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে তাদের সখ্য গড়ে ওঠে। তাদের প্রেম প্রায় একবছরের। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি তারা। প্রেম নিয়ে লুকোছাপা করলেও ঢাকঢোল পিটিয়ে ধুমধাম করে বিয়ে সেরে নিলেন দু’জনে।

২০২৪ সালের মার্চ-এপ্রিল নাগাদ মধুচন্দ্রিমা উদযাপন করতে বিদেশে যেতে পারেন দর্শনা ও সৌরভ।

বিয়ের দিন সকালে গায়ে হলুদের সকালে হলুদ রঙের সিল্কের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে দর্শনা বণিক। আর বেহালায় নিজের বাড়িতে গায়ে হলুদে সাদা পাঞ্জাবি ও সাদা ধুতিতে দেখা যায় সৌরভকে।

দর্শনা বণিক ভারতের বাংলা সিনেমার পাশাপাশি বলিউডে ও দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন।

দর্শনা বণিক ঢালিউডের দুটি সিনেমায় অভিনয় করেছেন। এরমধ্যে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেয়েছে গত বছর। এর প্রিমিয়ারে অংশ নিতে ঢাকায় এসেছিলেন তিনি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘অন্তরাত্মা’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন ২৯ বছর বয়সী এই তারকা। এটি মুক্তির অপেক্ষায় আছে। সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দর্শনা বণিক। এগুলো হলো ‘মেঘের ডানা’ ও ‘তোর নামের ইচ্ছেরা’।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে বেশি প্রশংসা কুড়িয়েছেন সৌরভ দাস। ৩৪ বছর বয়সী এই তারকা এখন ওয়েব সিরিজজের ব্যস্ত অভিনেতা। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক। যৌথ প্রযোজনায় ‘প্রেম আমার ২’ সিনেমাতেও দেখা গেছে তাকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
