Connect with us

ছবিঘর

এ কোন আবেশে জয়া

অভিনেত্রী জয়া আহসান সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয়। কয়েকদিন পরপরই ভক্ত-ফলোয়ারদের জন্য নতুন ছবি পোস্ট করেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার দেখা গেলো তার নতুন তিনটি ছবি।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নতুন ছবিগুলো পোস্ট করে লাল রঙের হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে জয়া আহসান লিখেছেন, ‘লাল রঙের আবেশে।’

নতুন ছবিগুলোতে ভিনটেজ লুকে হাজির হয়েছেন জয়া আহসান।

জয়ার নতুন ছবিগুলো দেখে যথারীতি ভক্তদের দারুণ লেগেছে। তাদের অনেকেই মন্তব্যের ঘরে বলেছেন, ‘অসাধারণ’।

বাংলাদেশে জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম।

পশ্চিমবঙ্গে জয়া আহসানের হাতে আছে ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালের ২ জুন মুক্তিপ্রাপ্ত কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল এটি। এতে মেঘনা চরিত্রে আবার দেখা যাবে জয়াকে। আগের ঘটনার দুই বছর পরের সময় থেকে শুরু হবে নতুন গল্প। একটি বিয়েকে কেন্দ্র করে সিনেমাটির প্রধান তিন চরিত্র সুমন ও তার প্রাক্তন স্ত্রী শুভ্রা আর বর্তমান স্ত্রী মেঘনা আবার মুখোমুখি হয়।

সিনেমাওয়ালা প্রচ্ছদ