ঢালিউড
‘লিচুর বাগানে’ শাকিবের সঙ্গে সাবিলার নাচ

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)
ঢালিউডে স্বাগতম সাবিলা নূর! ছোট পর্দা রাঙিয়ে রুপালি খাতা খুললেন এই অভিনেত্রী। রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ‘লিচুর বাগানে’ গানে দেখা গেলো তাদের রসায়ন। একইসঙ্গে রোম্যান্স ও আইটেম গানের মেজাজে সাজানো হয়েছে গানটি।
গতকাল (২ জুন) রাতে প্রকাশিত হয়েছে ‘লিচুর বাগানে’। পর্দায় শাকিবের নায়িকা হিসেবে অভিনয়ে ও নাচে নজর কেড়েছেন সাবিলা নূর। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এটাই তার প্রথম সিনেমা। শাকিবের পাশে গ্ল্যামারাস লুকে বেশ সাবলীল লেগেছে তাকে। গানের বেশিরভাগ অংশে ঘাগরা পরেছেন তিনি। এছাড়া সাদা শাড়িতে তার স্নিগ্ধ সৌন্দর্য ফুটে উঠেছে।

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)
এখন পর্যন্ত ইউটিউবে ‘লিচুর বাগানে’ দেখা হয়েছে ২১ লাখের বেশি বার। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম। সুর ও সংগীত পরিচালনায় প্রীতম হাসান। এর কথা লিখেছেন সাত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি ও ইনামুল তাহসিন।
‘তাণ্ডব’ মুক্তি পাবে এবারের ঈদুল আজহায়। সাবিলা নূর ছাড়াও সিনেমাটির আরেক নায়িকা জয়া আহসান। কিছুদিন আগে প্রকাশিত টিজারে তাকে একঝলক দেখা গেছে। শাকিব ও জয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ (২০১৩) ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ (২০১৫) সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ১০ বছর পর আবার একই ফ্রেমে বড় পর্দায় ফিরছেন তারা।

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)
শাকিব খান ও রায়হান রাফী বক্স অফিসে ‘তুফান’ তোলার পর এবার ‘তাণ্ডব’ চালাতে আসছেন! এর গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তুফান’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন তিনিই।

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এর আগে ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-এর মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ হলো তাদের। ‘তাণ্ডব’ সহ-প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতায় দীপ্ত।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
