ছবিঘর
ল্যুভর জাদুঘর প্রাঙ্গণে মেহজাবীন
ফ্রান্সের রাজধানী প্যারিস ভ্রমণে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা আদনান আল রাজীবের শর্টফিল্ম ‘আলী’ ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন স্বীকৃতি পেয়েছে। উৎসব শেষ হতেই প্যারিসে তার সঙ্গে যোগ দেন মেহজাবীন। আইফেল টাওয়ারে তারা ফটোসেশন করেছেন একসঙ্গে। এবার ল্যুভর জাদুঘর প্রাঙ্গণে একা ছবি তুললেন মেহজাবীন। একঝলকে দেখে নিন সেগুলো।

বিখ্যাত জাদুঘরের প্রাঙ্গণে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘ল্যুভর ও ভালোবাসা।’

সাদা-কালো টপস ও স্কার্টে আকর্ষণীয় লাগছে মেহজাবীনকে।


বিশ্বের বৃহত্তম শিল্পকলা জাদুঘর ল্যুভর প্যারিস শহরে সেন নদীর ডান তীরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে বেশি দর্শনার্থী আসা শিল্পকলা জাদুঘর। ঐতিহাসিক এই স্থাপনার সামনে মনের আনন্দে ছবি তুলেছেন মেহজাবীন।



মেহজাবীনের ছবিগুলো তুলেছে ভিয়েতনামের আলোকচিত্রী থাই নুয়েনের প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান লভিডভি।

আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর প্রেমের পর গত ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মেহজাবীন। ভালোবাসার শহর প্যারিসে মধুচন্দ্রিমা উদযাপন করলেন তারা।


আইফেল টাওয়ারকে ফ্রেমে রেখে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেহজাবীন লিখেছেন, ‘এখনো মনে হয় স্বপ্ন। কিন্তু এটাই আমাদের বাস্তব। আমরা ভালোবাসার শহরে। যেখানে প্রতিটি পথে ভালোবাসার শব্দ ভেসে আসে, সেখানে আমাদের গল্প এভাবে লেখার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। শান্ত সকালের জন্য তোমার পাশে থাকা, প্যারিসের ছাদে ছাদে হাসির শব্দ শোনা আর সময়ের সঙ্গে আরো নিবিড় হওয়া আমাদের বন্ধন; তুমিই আমার প্রার্থনার প্রাপ্তি, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমার চিরকাল।’
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
