ঢালিউড
শাকিবের ‘তাণ্ডব’ পূর্বাভাসে রহস্যময় মাঙ্কি মাস্ক ও জয়া আহসান

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খান (ছবি: চরকি)
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ব্যবসাসফল সিনেমার পরিচালক রায়হান রাফী বক্স অফিসে ‘তুফান’ তোলার পর এবার ‘তাণ্ডব’ চালাবেন! তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর পূর্বাভাস চলে এসেছে। এতে শাকিবকে নতুন ঢঙে দেখে ভক্ত ও দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৪১ সেকেন্ডের এই কন্টেন্ট প্রকাশিত হলো আজ (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে।
পূর্বাভাসে একটি দৃশ্যে আছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এর মাধ্যমে সিনেমাটিতে তার অভিনয় করার খবর আনুষ্ঠানিকভাবে জানানো হলো। পরিপাটি পোশাক ও তীক্ষ্ণ দৃষ্টিতে অস্ত্র হাতে একরকম রহস্যই রেখে গেছেন তিনি।
পূর্বাভাসের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিবসহ অনেককেই এই মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, সেই ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। এ নিয়ে কোনো ধরনের ইঙ্গিত দেওয়া হয়নি।

‘তাণ্ডব’ সিনেমায় জয়া আহসান (ছবি: চরকি)
রায়হান রাফী বলেন, “এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ বড় পর্দায় ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ফলে এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।”
শাকিব ও জয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ (২০১৩) ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। ১০ বছর পর আবার একই ফ্রেমে বড় পর্দায় দেখা যাবে তাদের।

‘তাণ্ডব’ সিনেমার দৃশ্য (ছবি: চরকি)
আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’। গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা সুপারহিট হয়েছে। এবারও ব্যতিক্রম হবে না আশা করছেন তিনি। তার ভাষ্য, ‘এবারের কাজটি এমনভাবে করতে চেয়েছি যা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে আমার। এবারও দর্শকরা নতুন কিছু পাবেন।’

‘তাণ্ডব’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন)
এর আগে ‘তাণ্ডব’-এর ফার্স্ট লুক পোস্টারে শরীরে আগুন নিয়ে ছোট চুলে শাকিব খানের হেঁটে আসার ভঙ্গি ভক্তদের মধ্যে প্রত্যাশা বাড়িয়েছে।
সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শকরা। এতে করে তাদের মধ্যে সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরো অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। আমাদের লক্ষ্য হলো, সিনেমাটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হয়। তাহলেই আমরা সার্থকতা।’

শাহরিয়ার শাকিল, শাকিব খান ও রায়হান রাফী (ছবি: আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড)
সিনেমার অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই জানাবেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশিত হবে ‘তাণ্ডব’-এর কয়েকটি প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরো চমকে দেবে বলে আশাবাদী নির্মাতা রায়হান রাফী।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “ঈদ উৎসবে বা যেকোনো সময়ে দর্শকের উচ্ছ্বসিত করে কিংবা ইন্ড্রাস্ট্রিকে এগিয়ে নেয় যেসব সিনেমা, ‘তাণ্ডব’ তেমন একটি প্রচেষ্টা। আশা করি দর্শক মাতবে ফিল্ম ফান ফুর্তিতে।”
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
