ঢালিউড
শাকিবের দেশে ফেরায় উন্মাদনা, ‘এতো ভালোবাসার মূল্য দেবো কীভাবে’

শাকিব খান (ছবি: ফেসবুক)
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে অভূতপূর্ব দৃশ্য। ‘শাকিব খান’ ধ্বনিতে মুখর চারপাশ। দীর্ঘ নয় মাস পর আজ (১৭ আগস্ট) সকালে দেশে ফিরে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢালিউড সুপারস্টার। বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়ির হুড খুলে তিনি বেরিয়ে আসতেই উল্লাস শুরু হয়ে যায় শাকিবিয়ানদের। অনেক ফুলেল শুভেচ্ছা জানান তাকে। শত শত ভক্তের সঙ্গে সেলফি তুলেছেন জনপ্রিয় এই তারকা। দু’হাত নাড়িয়ে সবার অভিবাদনের সাড়া দিয়েছেন।
ঘরে ফেরার পর এক ভিডিও বার্তায় শাকিব বলেন, ‘আমার ভক্তরা যে আমাকে ভালোবাসে এটা আমি জানতাম। কারণ সবাই দেখেছে– আমার আনন্দের দিনে কিংবা ভালো সময়ে-খারাপ সময়ে, সুখের দিনে-দুঃখের দিনে সবসময়ই তারা আমার পাশে ছিলো। সব শাকিবিয়ানকে সবসময় পাশে পেয়েছি। শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও যারা থাকেন তারাও আমাকে সমর্থন করেন। আমেরিকাসহ বিভিন্ন দেশে গিয়ে সেটা উপলব্ধি করেছি। আমাকে যে তারা এতো বেশি ভালোবাসে, যখন দেশে ছিলাম না তখন আরও গভীরভাবে উপলব্ধি করেছি।’
আজ (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ এলাকায় জড়ো হতে থাকে শাকিবিয়ানরা। ব্যানার ও পোস্টার হাতে প্রিয় তারকার নামে স্লোগানে মেতে ওঠে সবাই।

শাকিব খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা (ছবি: ফেসবুক)
দেশে ফেরাকে কেন্দ্র করে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখে আপ্লুত শাকিব। তিনি বলেন, ‘ভক্তরা বিমানবন্দরে আসতে চাওয়ার বায়না ধরেছিল, পারলে তো বিমানের ভেতরে গিয়ে আমাকে স্বাগত জানাতে চায়! সবার এমন ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে ভাষা হারিয়ে ফেলেছি। এতো ভালোবাসার মূল্য কীভাবে দেবো কিংবা মূল্যায়ন কীভাবে করবো আমার জানা নেই। এমন ভালোবাসায় আমার মাথা নত হয়ে আসে। এমনটা আগে কখনও দেখিনি। তাদের ভালোবাসাকে আমি অনেক সম্মান করি ও ভালোবাসি। ভক্তদের ভালোবাসার কাছে তাদের প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে।’
বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে এগোতে এগোতে গণমাধ্যমের উপস্থিতিতেও আবেগাপ্লুত হয়েছেন শাকিব। তার কথায়, ‘সাংবাদিকরা আমাকে পছন্দ করে জানতাম, কিন্তু তারাও যে আমাকে এতো ভালোবাসে চোখে না দেখলে বুঝতে পারতাম না। তাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। সাংবাদিক-শিল্পী আমরা এক পরিবার। তাদের ভালোবাসাও পেয়ে আমি ধন্য, অনেক কৃতজ্ঞ।’

শাকিব খানকে ঘিরে ভক্তদের উন্মাদনা (ছবি: ফেসবুক)
এর আগে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়ার পর শাকিব বলেন, ‘আমার মধ্যে উত্তেজনা কাজ করছে। গত সাতদিন মনে হচ্ছিলো কখন যাবো! আজ যখন ফ্লাইটে ছিলাম, একটু পরপরই জানতে চেয়েছি আর কতক্ষণ লাগবে?’
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিয়ে প্রসঙ্গে শাকিবের আশ্বাস, ‘আমার পরিবার তো চায় এবার থিতু হই। তবে এবার যা কিছুই হবে ধুমধাম করে হবে।’
গত জুনে আমেরিকায় গ্রিনকার্ড হাতে পান শাকিব। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি জানান, ‘রাজকুমার’-এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া তার হাতে আছে ‘মায়া’ (পূজা চেরী), ‘অন্তরাত্মা’ (দর্শনা বনিক), ‘আগুন’ (জাহারা মিতু)।

শাকিব খান (ছবি: ফেসবুক)
শাকিব উল্লেখ করেন, বাকি সুখবর একটার পর একটা দেবেন। সেসব জানতে পারলে ভক্তরা অনেক আনন্দিত হবে বলে আশা তার।
জানা গেছে, কয়েকদিনের মধ্যে শবনম বুবলিকে নিয়ে ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের শুটিং করবেন শাকিব। বিমানবন্দরে ছবিটির পরিচালক তপু খান ছিলেন।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
