ঢালিউড
শাকিবের শুভকামনা পেয়ে কী করলেন শুভ

শাকিব খান ও আরিফিন শুভ (ছবি: রিয়েল এনার্জি প্রোডাকশন ও ফেসবুক)
ঢালিউডের জনপ্রিয় দুই নায়ক শাকিব খান ও আরিফিন শুভ কেবল একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। একযুগ আগে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’তে দেখা গেছে তাদের। এবারের ঈদুল আজহায় বক্স অফিসে মুখোমুখি হয়েছেন তারা। তবে প্রতিযোগিতা ভুলে শুভর নতুন সিনেমা ‘নীলচক্র’র জন্য সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়েছেন শাকিব। তার পোস্টের মন্তব্যের ঘরে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর দুটি ইমোজি দিয়েছেন শুভ।
গত ৮ জুন রাত ১০টার সময় আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’র একটি পোস্টার শেয়ার দিয়েছেন শাকিব। ফেসবুকে এই পোস্টে তিনি লিখেছেন, ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’ অন্য অভিনেতার সিনেমার পাশে দাঁড়ানোর জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে।
‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে দুই বছর পর বড় পর্দায় ফিরলেন আরিফিন শুভ। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে জুটি বেঁধেছেন ‘কাজলরেখা’ তারকা মন্দিরা চক্রবর্তী। মিঠু খান পরিচালিত এই সিনেমায় রয়েছে প্রযুক্তিনির্ভর প্রতারণার গল্প। ২ বছরে অনলাইনে ছড়িয়ে পড়ে ১৬টি ভিডিও। এ ঘটনায় পাঁচজন আত্মহত্যা করে। পুরো ঘটনাটাই একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেয় ভিডিওগুলো। পুলিশ তাদের খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার। ‘নীলচক্র’র চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান। ফিল্ম ফায়োস প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত সিনেমাটি নিবেদন করছে ফিল্ম লাইফ প্রোডাকশন।

আরিফিন শুভ ও শাকিব খান (ছবি: ফেসবুক)
এদিকে শাকিব খান বড় পর্দায় ‘তাণ্ডব’ সৃষ্টি করেছেন! রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের উন্মাদনা চলছে। এতে মিখাইল চরিত্রে শাকিবের অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তার প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, সিনেমাটি মুক্তির প্রথম দিনেই রাজশাহীর রাজতিলক সিনেমাহলে রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত মিডনাইট শো চলেছে। প্রতিটি সিনেমাহলে ‘তাণ্ডব’ দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।

‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুর বাগানে’ গানে শাকিব খান ও সাবিলা নূর (ছবি: আলফা-আই)
মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে রেকর্ডসংখ্যক ১৩২টি সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। আজ (১০ জুন) স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় এর ৪১টি শো চালানো হচ্ছে। এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। তাদের অভিনীত আলোচিত গান ‘লিচুর বাগানে’ ইউটিউবে দুটি চ্যানেল মিলিয়ে দেখা হয়েছে কোটির বেশি বার। ‘তাণ্ডব’-এর আরেক নায়িকা জয়া আহসান। দীর্ঘ ১০ বছর পর আবার শাকিবের সঙ্গে একফ্রেমে হাজির হলেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম ও ডা. এজাজুল ইসলাম। এর গল্প লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তাণ্ডব’ সহ-প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
