বিশ্বসংগীত
শাকিরা ও পিকের ১২ বছরের সম্পর্ক ভেঙে গেলো

জেরার্ড পিকে ও শাকিরা (ছবি: টুইটার)
কলম্বিয়ান পপতারকা শাকিরা ও তার দীর্ঘদিনের সঙ্গী স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে আলাদা হয়ে গেলেন। শনিবার (৪ জুন) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘দুঃখের সঙ্গে নিশ্চিত করছি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য আমরা নিজেদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি৷ ওরাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।’
তিনবার গ্র্যামি জয়ী ৪৫ বছর বয়সী শাকিরা এবং বিশ্বকাপ জয়ী ৩৫ বছর বয়সী পিকে স্পেনের বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। তাদের দুই সন্তান আছে। ২০১৩ সালে মিলান এবং ২০১৫ সালে সাশা জন্ম নেয়।

জেরার্ড পিকে ও শাকিরা (ছবি: টুইটার)
১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল গান শাকিরার ‘ওয়াকা ওয়াকা’র মিউজিক ভিডিওতে মডেল হন বার্সেলোনো ডিফেন্ডার পিকে। সেই সুবাদে তাদের পরিচয়। এটি ইউটিউবে ৩১০ কোটির বেশি বার দেখা হয়েছে। ২০১১ সালের মার্চে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেন তারা।

জেরার্ড পিকে ও শাকিরা (ছবি: টুইটার)
বার্সেলোনা ভিত্তিক সংবাদ সংস্থা এল পেরিওডিকো এক প্রতিবেদনে জানিয়েছে, শাকিরা সম্প্রতি অন্য একজন নারীর সঙ্গে পিকের অন্তরঙ্গ মুহূর্ত দেখেছেন। এরপর থেকে তারা আর একই ছাদের নিচে থাকছেন না।

শাকিরা ও তার দুই ছেলে (ছবি: ইনস্টাগ্রাম)
শাকিরা ইনস্টাগ্রামে পিকের সঙ্গে তোলা ছবি পোস্ট করা বন্ধ রাখায় তাদের আলাদা হয়ে যাওয়ার জোর গুঞ্জন ভেসে বেড়ায়। এমনকি মা দিবসের পোস্টে পিকের নাম নেননি শাকিরা। দুই ছেলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে শাকিরা লিখেছেন, ‘ওরা একটুখানি আদরেই সব কষ্ট ভুলিয়ে দিতে পারে। ওদের জন্য মনোবল চাঙা রাখলে সময় হয়ে ওঠে মূল্যবান। মা দিবসের শুভেচ্ছা।’

শাকিরা ও জেরার্ড পিকে (ছবি: ইনস্টাগ্রাম)
গত ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতে শেষবার পিকের সঙ্গে তোলা সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শাকিরা।

শাকিরা ও জেরার্ড পিকে (ছবি: ইনস্টাগ্রাম)
কেনো বিয়ে করেননি সেই বিষয়ে গত মে মাসে এক সাক্ষাৎকারে মুখ খোলেন পিকে। তার কথায়, ‘বিয়ে না করার সিদ্ধান্ত শাকিরার। আমরা এখন যেমন আছি তা ভালোই লাগে। আমাদের দুই ছেলের বয়স নয় বছর ও সাত বছর। বাবা-মা হিসেবে আমরা ভালোভাবে দায়িত্ব পালন করছি।’

জেরার্ড পিকে ও শাকিরা (ছবি: টুইটার)
এদিকে কর ফাঁকির মামলা থেকে রেহাই পেতে শাকিরার আপিল বার্সেলোনার একটি আদালত খারিজ করে দেওয়ায় স্পেনে তার জরিমানা কিংবা জেলের মুখোমুখি হওয়ার শঙ্কা বেড়েছে। স্প্যানিশ কৌসুলীরা তার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত অর্জিত আয়ের মধ্যে ১ কোটি ৪৫ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ এনেছেন।

শাকিরা ও জেরার্ড পিকে (ছবি: ইনস্টাগ্রাম)
স্প্যানিশ আইনজীবীদের দাবি, শাকিরা ২০১১ সাল থেকে স্পেনে স্থায়ীভাবে বসবাস করেছেন। কিন্তু ২০১৫ সাল পর্যন্ত বাহামাকে নিজের বাসস্থান উল্লেখ করেছিলেন তিনি। যদিও তার আইনজীবীদের দাবি, ২০১৫ সালে পুরোপুরি স্পেনে স্থায়ী হন শাকিরা। তারা জোর দিয়ে বলেন, সব দেশেই কর প্রদানে বেশ আন্তরিক ছিলেন তিনি।

শাকিরা (ছবি: ইনস্টাগ্রাম)
গত মাসে প্রথমবার কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় হেঁটেছেন শাকিরা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
