স্টার জোন
শাড়ি পরে পিস্তল হাতে প্রিয়াঙ্কার অ্যাকশন

‘গ্লোবট্রটার’ সিনেমার পোস্টারে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (ছবি: শ্রী দুর্গা আর্টস)
আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এস. এস. রাজামৌলির বহুল প্রতীক্ষিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ‘গ্লোবট্রটার’-এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন হতে যাচ্ছে। এতে মন্দাকিনী চরিত্রে অভিনয় করছেন তিনি। তার নজরকাড়া ফার্স্ট-লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। এতে হলুদ শাড়ি পরে হাতে পিস্তল তাক করা অবস্থায় অ্যাকশন মেজাজে ভগ্নপ্রায় মন্দিরের ধ্বংসাবশেষের মাঝে একঝলক পাওয়া গেলো তাকে।
গতকাল (১২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘চোখে যা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু। মন্দাকিনীকে স্বাগত জানান।’
৪৩ বছর বয়সী এই তারকার পোস্টারটি ইতোমধ্যে উন্মাদনা ছড়িয়েছে। তার লুকে ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার চমৎকার সংমিশ্রণের প্রশংসা করছেন ভক্তরা। সর্বশেষ ২০১৯ সালে বলিউডে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছে।

‘গ্লোবট্রটার’ সিনেমার পোস্টারে পৃথ্বিরাজ সুকুমারান (ছবি: শ্রী দুর্গা আর্টস)
‘গ্লোবট্রটার’ সিনেমায় প্রিয়াঙ্কার সহশিল্পী মহেশ বাবু। এতে নেতিবাচক চরিত্রে থাকছেন পৃথ্বিরাজ সুকুমারান। তার অভিনীত কুম্ভ চরিত্রের ফার্স্ট-লুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। এস. এস. রাজামৌলির পরিচালনায় প্রথমবার কাজ করছেন তারা।
আগামী ১৫ নভেম্বর সন্ধ্যায় ভারতের হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে ১৩০×১০০ ফুট পর্দায় ‘গ্লোবট্রটার’ সিনেমার ফার্স্টলুক ও টিজার উন্মোচন হবে। এটাই হতে যাচ্ছে ভারতে ব্যবহৃত সবচেয়ে বড় পর্দা। জিওহটস্টার অ্যাপে সরাসরি দেখা যাবে এই আয়োজন। অনুষ্ঠানে থাকবে ৫০ হাজারের বেশি দর্শক।
কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল মাসাই মারায় শুটিং করা একটি মনোমুগ্ধকর দৃশ্যের মাধ্যমে টিজারে মহেশ বাবুর চরিত্রটিকে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানের সবশেষে আতশবাজির ঝলকে আলোকিত হবে হায়দরাবাদের আকাশরেখা।
এমএম কিরাবানির সুর ও সংগীত পরিচালনায় সিনেমাটির গান গেয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। ফার্স্টলুক ও টিজার উন্মোচন অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন শ্রুতি ও র্যাপার ডিভাইন।
বর্তমানে হায়দরাবাদসহ বিভিন্ন আন্তর্জাতিক স্থানে সিনেমাটির শুটিং চলছে। তেলুগুর পাশাপাশি তামিল, হিন্দি, মালায়লাম ও কন্নড় ভাষায় এটি ২০২৭ সালে বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রাজামৌলি ও তার বাবা বিজয়েন্দ্র প্রসাদ এই সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন।
‘আরআরআর’-এর পর ‘গ্লোবট্রটার’ হতে যাচ্ছে এস.এস. রাজামৌলির নতুন সিনেমা। তাই এটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
