সিনেমা হল
শাহরুখ ও ডেডপুল-উলভারিনকে টপকে বর্ষসেরা শাকিবের ‘তুফান’

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)
হলিউডের ব্লকবাস্টার সুপারহিরো সিনেমা ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ও বলিউড বাদশা শাহরুখ খানের ‘ডানকি’কে টপকে দর্শকপ্রিয় ১০ সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘তুফান’। ২০২৪ সালে টিকিট বিক্রির সংখ্যা অনুযায়ী স্টার সিনেপ্লেক্সের হিসাবে এই তথ্য উঠে এসেছে। সারাবছর এই অভিজাত মাল্টিপ্লেক্সের সব শাখায় যত দর্শক এসেছেন, তাদের ২৫ শতাংশই দেখেছেন রায়হান রাফী পরিচালিত ও ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমাটি।
গতকাল (২৬ ডিসেম্বর) রাতে দর্শকপ্রিয় ১০ সিনেমার তালিকা প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স। এতে ‘তুফান’সহ শাকিবের মোট তিনটি সিনেমা স্থান পেয়েছে। এরমধ্যে হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ ৯ নম্বরে ও অনন্য মামুনের ‘দরদ’ ১০ নম্বরে রয়েছে। তালিকায় ‘তুফান’-এর নিচে দুই নম্বরে রায়ান রিনোল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ ও তিনে আছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। পাঁচ নম্বরে রয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান, কৃতি স্যানন ও টাবু অভিনীত ‘ক্রু’।
দর্শকপ্রিয় ১০ সিনেমার অর্ধেকই হলিউডের। এরমধ্যে অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা টু’ ছয় নম্বরে ও ‘কুংফু পান্ডা ফোর’ আট নম্বরে আছে। এছাড়া চার নম্বরে ‘গডজিলা এক্স কং’ ও সাত নম্বরে জায়গা পেয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’।

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)
টিকিট বিক্রিতে দর্শকপ্রিয় পাঁচ অ্যাকশনধর্মী সিনেমার তালিকাতেও হলিউডকে ছাপিয়ে শীর্ষে আছে ‘তুফান’। এরপরেই রয়েছে ‘দরদ’। তিন থেকে পাঁচে আছে যথাক্রমে ‘টুইস্টার্স’, ‘গ্ল্যাডিয়েটর টু’ ও ‘দ্য ফল গাই’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের গত ২০ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে ‘তুফান’। টিকিট বিক্রির ক্ষেত্রে সবকিছু ছাপিয়ে গেছে এই সিনেমা।’

‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তী ও শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)
দর্শকপ্রিয় ১০ সিনেমা
১. তুফান
২. ডেডপুল অ্যান্ড উলভারিন
৩. ডানকি
৪. গডজিলা এক্স কং
৫. ক্রু
৬. মোয়ানা টু
৭. ভেনম: দ্য লাস্ট ড্যান্স
৮. কুংফু পান্ডা ফোর
৯. রাজকুমার
১০. দরদ

‘তুফান’ সিনেমার পোস্টারে মাসুমা রহমান নাবিলা, শাকিব খান, মিমি চক্রবর্তী ও চঞ্চল চৌধুরী (ছবি: আলফা-আই স্টুডিওস)
স্টার সিনেপ্লেক্সে ২০২৪ সালের দর্শকপ্রিয় ৫ অ্যাকশনধর্মী সিনেমা
১. তুফান
২. দরদ
৩. টুইস্টার্স
৪. গ্ল্যাডিয়েটর টু
৫. দ্য ফল গাই
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
