স্টার জোন
শাহরুখ খানের সঙ্গে সালমান শাহের সেই ছবির ছোটগল্প

গৌরি খান, শাহরুখ খান, সালমান শাহ ও সামিরা হক (ছবি: ফেসবুক)
অমর নায়ক সালমান শাহ ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাশাপাশি দাঁড়িয়ে তোলা দুটি স্মৃতিময় ছবি ভক্তদের খুব চেনা। একটিতে তারা দুই জন। অন্যটিতে দুই তারকার পাশে তাদের স্ত্রী। সালমানের পাশে সামিরা হক, শাহরুখের পাশে গৌরি খান। ছবি দুটি কবে, কখন, কোথায় তোলা– সেসব অনেকেরই অজানা।
ছবি দুটির ঘটনা ১৯৯৫ সালের। সালমান শাহ তখন সস্ত্রীক মুম্বাই বেড়াতে গিয়েছিলেন। একদিন শুটিং দেখতে একটি ফিল্ম স্টুডিওতে যান তারা। সেখানে শুটিং করছিলেন শাহরুখ খান। সেই সূত্রে তাদের দেখা ও কথোপকথন। সামিরা ও গৌরির মধ্যে আড্ডা হলো বেশ কিছুক্ষণ। আলাপচারিতার ফাঁকে ছবি দুটি তোলেন সালমান শাহ ও শাহরুখ।
এরপর আর দুই দেশের দুই সুপারস্টারের মধ্যে যোগাযোগ হয়েছিল কিনা সেটি কেউ নিশ্চিত করতে পারে না। তবে শোনা গেছে, একটি যৌথ প্রযোজনার ছবিতে তাদের অভিনয় করার ব্যাপারে আলোচনা উঠেছিলো।

শাহরুখ খান ও সালমান শাহ (ছবি: ফেসবুক)
১৯৯৩ সালের ২৫ মার্চ নিজের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর রাতারাতি তারকা বনে যান সালমান শাহ। সোহানুর রহমান সোহানের পরিচালনায় একই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌসুমীর।
মাত্র তিন বছর পাঁচ মাসের ক্যারিয়ারে রুপালি পর্দায় রাজত্ব করেছিলেন ক্ষণজন্মা তারকা সালমান শাহ। স্বল্প সময়ের মধ্যেই দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অপরিসীম অবদান রেখে গেছেন তিনি। তার অভিনীত মোট ২৭টি সিনেমা মুক্তি পেয়েছে, দুয়েকটি ছাড়া সবই সুপারহিট। এরমধ্যে সর্বাধিক ১৪টিতে তার সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। এছাড়া মৌসুমী, শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, কাঞ্চি, বৃষ্টি, শামা ও সাবরিনার বিপরীতে দেখা গেছে তাকে।

সালমান শাহ (ছবি: ফেসবুক)
১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়া পাড়াস্থ আবেহায়াত ভবনে জন্মেছিলেন চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার ইমন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। তার বয়স হয়েছিলো মাত্র ২৬ বছর। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন সিলেটের হযরত শাহজালালের (রা.) মাজারের পাশে।
সালমান শাহকে হারানোর শোক এতো বছর পরও কাটেনি ভক্তদের। তারা ভুলতে পারেননি স্বপ্নের নায়ককে। আজও সবার ‘চাওয়া থেকে পাওয়া’য় তিনি, তাকেই ‘প্রিয়জন’ মনে করেন তারা। তিনি ছিলেন সবার ‘আশা ভালোবাসা’। তাদের মুখে তাই বারবার শোনা যায়— ‘তোমাকে চাই’! তাকে দর্শকরা রাখেন ‘আনন্দ অশ্রু’তে, ‘অন্তরে অন্তরে’।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস