Connect with us

বলিউড

শাহরুখ-রানি-বিক্রান্ত ম্যাসির হাতে জাতীয় পুরস্কার, কে কত টাকা পেলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছেন শাহরুখ খান (ছবি: এক্স)

দীর্ঘ ৩৩ বছরের অভিনয়জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার ঘরে তুললেন বলিউড বাদশা শাহরুখ খান। ভারতের দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি উঠেছে তার হাতে। 

ভারতের জাতীয় পুরস্কার জয়ী প্রত্যেককে একটি করে পদক ও স্মারক দেওয়া হয়। সেই সঙ্গে পুরস্কার মূল্য হিসেবে থাকে ২ লাখ রুপি। কিন্তু শাহরুখকে এই অর্থ ভাগাভাগি করতে হয়েছে। কারণ তার সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন ‘টুয়েলভথ ফেইল’ তারকা বিক্রান্ত ম্যাসি। তারা পুরস্কার মূল্য হিসেবে ১ লাখ রুপি করে পেয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছেন বিক্রান্ত ম্যাসি (ছবি: এক্স)

সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়েছে ‘টুয়েলভ ফেইল’। বিধু বিনোদ চোপড়ার পরিচালনায় এতে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার ভূমিকায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি।

গতকাল (২৩ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি ভবনে ৭১তম জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কালো রঙের স্যুট পরে হাজির হন শাহরুখ। তার হাতে এখনো ব্যান্ডেজ। সম্প্রতি কাঁধের একটি অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। আশা করা হচ্ছে, শিগগিরই নিজের আগামী সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে ফিরবেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা।

(বাঁ থেকে) মোহনলাল, শাহরুখ খান, রানি মুখার্জি ও বিক্রান্ত ম্যাসি (ছবি: এক্স)

‘জওয়ান’ সিনেমায় সমাজের কিছু অসঙ্গতি সংশোধনের বার্তা দিতে নিজের হাতে আইন তুলে নেওয়া এক ব্যক্তি ও তার বাবার চরিত্রে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন শাহরুখ। ‘জওয়ান’ সিনেমার ‘ছালেয়া’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন শিল্পা রাও।

ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিয়েছেন রানি মুখার্জি (ছবি: এক্স)

সাগরিকা চক্রবর্তী নামের এক নারীর জীবনের সত্যি ঘটনায় অনুপ্রাণিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি। নিজের সন্তানের জন্য নরওয়ে চাইল্ড সার্ভিসেসের সঙ্গে ২০১১ সাল থেকে দুই বছর লড়াই করেছেন সাগরিকা। মা হিসেবে অযোগ্য অভিযুক্ত হয়েছিলেন তিনি। সেই ঘটনা সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলো। সিনেমায় তার সেই হৃদয়ছোঁয়া সংগ্রাম ফুটিয়ে তুলেছেন রানি। ৪৭ বছর বয়সী এই তারকার হাতে এসেছে পদক, স্মারক ও ২ লাখ রুপি।

ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর হাত থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়েছেন মোহনলাল (ছবি: এক্স)

ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন ‘দৃশ্যম’ তারকা মোহনলাল। সেরা বাংলা ভাষার সিনেমা নির্বাচিত হয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। সেরা হিন্দি সিনেমার স্বীকৃতি পেয়েছে গুনীত মঙ্গা প্রযোজিত ‘কাঁঠাল’। সেরা বিনোদনমূলক জনপ্রিয় সিনেমা হয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (রণবীর সিং, আলিয়া ভাট)। সেরা সমাজ সচেতনতামূলক সিনেমার স্বীকৃতি পেয়েছে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদুর’।

সিনেমাওয়ালা প্রচ্ছদ