ঢালিউড
শিশু একাডেমিতে চার দিন পরীমণির ‘মা’

‘মা’ সিনেমার দৃশ্যে পরীমণি (ছবি: অরণ্যে পুলক)
চিত্রনায়িকা পরীমণি অভিনীত আলোচিত সিনেমা ‘মা’ আবার দর্শকদের সামনে আসছে। আজ (৫ জুলাই) থেকে চার দিন ঢাকার দোয়েল চত্বর সংলগ্ন বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এর প্রদর্শনী হবে। ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৮টায় দর্শনীর বিনিময়ে এটি দেখানো হবে।
মা, সন্তান ও মুক্তিযুদ্ধকে ঘিরে আবর্তিত সিনেমাটি গত ২৬ মে মুক্তি পায়। তখন দেশের সিনেমাহলে চলছিলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘পাঠান’।

অরণ্য আনোয়ার ও পরীমণি (ছবি: অরণ্যে পুলক)
‘মা’ সিনেমার পরিচালক অরণ্য আনোয়ার বলেন, “মাল্টিপ্লেক্সে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি আমরা। খানিক বিরতি নিয়ে আবার ‘মা’ নিয়ে সবার কাছে যাচ্ছি। আমাদের এই যাত্রায় যুক্ত হয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন ভাই। আমাদের ইচ্ছা ও লিটন ভাইয়ের উদ্যোগে সিনেমাটি আবার দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা, এটাই আপাতত আনন্দের বিষয়।”

‘মা’ সিনেমার দৃশ্যে পরীমণি (ছবি: অরণ্যে পুলক)
বাংলাদেশ শিশু একাডেমি জানিয়েছে, ‘মা’ সিনেমার টিকিট মূল্য ২০০ টাকা ও ২৫০ টাকা। টিকিট পাওয়া যাবে একাডেমির কাউন্টারে এবং আগাম সংগ্রহ করা যাবে অনলাইনে (https://docs.google.com/…/1FAIpQLSdbtuePxXs…/viewform…)
অরণ্য আনোয়ার জানান, এভাবে পর্যায়ক্রমে ‘মা’ সিনেমাটি নিয়ে দেশের প্রায় সব জেলায় যেতে চান তিনি। সেই সঙ্গে রয়েছে বিশ্বভ্রমণের পরিকল্পনা। এর শুরুটা হয়েছে গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালের সুবাদে। এর বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ২০ মে। এখন যুক্তরাষ্ট্র-কানাডা হয়ে মধ্যপ্রাচ্যে ‘মা’ মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে।

‘মা’ সিনেমার দৃশ্যে পরীমণি (ছবি: অরণ্যে পুলক)
‘মা’-এর গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগ তুলে ধরা হয়েছে এতে। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। সিনেমাটি তৈরি হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
