Connect with us

শুভেচ্ছা

শুভ জন্মদিন পূর্ণিমা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

শুভ জন্মদিন পূর্ণিমা! আজ (১১ জুলাই) এই অভিনেত্রীর জন্মদিন। পরিবার, স্বজন, বন্ধু, তারকা ও ভক্তরা তাকে সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে শুভেচ্ছা জানাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকে এখন পূর্ণিমার ফলোয়ার ৯৮ লাখ। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে ৩২ লাখ ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

পূর্ণিমার জন্ম চট্টগ্রামের ফটিকছড়িতে। ধুলোমাখা শৈশব কেটেছে নিজ গ্রামে। তার প্রকৃত নাম দিলারা হানিফ রিতা। বাবা-মায়ের আদরের মেয়েটি একসময় হয়ে যান পূর্ণিমা।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় দিলারা হানিফ রিতার। পর্দায় তার পরিচিতি দেওয়া হয় ‘পূর্ণিমা’। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী। প্রথম সিনেমায় তার নায়ক ছিলেন রিয়াজ। অভিষেকেই দর্শকদের মন জয় করে নেন পূর্ণিমা। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

২০০৩ সালে মুক্তি পায় পূর্ণিমার সবচেয়ে সফল সিনেমা ‘মনের মাঝে তুমি’। এতে তার নায়ক ছিলেন রিয়াজ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এটি পরিচালনা করেন মতিউর রহমান পানু।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

২০০৪ সালে রাবেয়া খাতুনের উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন পূর্ণিমা। তার অভিনীত সিনেমার তালিকায় উল্লেখযোগ্য– চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সুভা’, এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, এফ আই মানিক পরিচালিত ‘পিতামাতার আমানত’, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ প্রভৃতি।

পূর্ণিমা (ছবি: ফেসবুক)

২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ সিনেমায় অভিনয় করে প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পূর্ণিমা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ