শুভেচ্ছা
শুভ জন্মদিন মোস্তফা সরয়ার ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ছবিয়াল)
ফিল্মমেকার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিন আজ (২ মে)। পরিবার, স্বজন, বন্ধু, তারকা ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সিনেমাওয়ালা নিউজ পরিবারের পক্ষ থেকে রইলো তার জন্য শুভেচ্ছা। শুভ জন্মদিন মোস্তফা সরয়ার ফারুকী!
মোস্তফা সরয়ার ফারুকীর জন্ম ঢাকার নাখালপাড়া এলাকায়। বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্র নির্মাণের পাশাপাশি টিভি নাটকে নতুন ধারার প্রবর্তন করেছেন তিনি। নবীন নির্মাতাদের সুযোগ দিতে ছবিয়াল প্ল্যাটফর্ম গড়েন মোস্তফা সরয়ার ফারুকী। ১৯৯৮ সালে ছবিয়াল থেকে তার পরিচালিত প্রথম নাটক ছিলো ‘ওয়েটিং রুম’। যারা একসময় ফারুকীর সহকারী পরিচালক হিসেবে ছবিয়ালে ছিলেন, অনেকেই এখন নিজেদের নামে পরিচিত। তাদের ‘ভাই বেরাদার’ নামে ডাকা হয়। এ তালিকায় অন্যতম রেদওয়ান রনি, আশফাক নিপুন, ইফতেখার আহমেদ ফাহমী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব, শরাফ আহমেদ জীবন।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত প্রথম সিনেমা ছিলো ‘ব্যাচেলর’ (২০০৩)। এরপর একে একে মুক্তি পেয়েছে তার বানানো ‘মেইড ইন বাংলাদেশ’ (২০০৭), ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ (২০০৯), ‘টেলিভিশন’ (২০১২), ‘পিঁপড়াবিদ্যা’ (২০১৩), ‘ডুব’ (২০১৭), ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ (২০২৩), ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ (২০২৪) ও ‘৮৪০’ (২০২৪)। এছাড়া ‘স্যাটারডে আফটারনুন’ ও “নো ল্যান্ড’স ম্যান” মুক্তির অপেক্ষায় আছে।
‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ২০০৯ সালে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। পরবর্তী সময়ে রটারড্যাম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এর ইউরোপীয় প্রিমিয়ার হয়। এটি ২০০৯ সালে মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতায় ছিলো।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
‘স্যাটারডে আফটারনুন’ ৪১তম মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়। রাশিয়ান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার ও কমারসেন্ত পুরস্কার পেয়েছে এটি। ২০১৭ সালে মস্কো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কমারসেন্ত জুরি পুরস্কার পেয়েছে “নো ল্যান্ড’স ম্যান”।
মোস্তফা সরয়ার ফারুকীর অর্জন কম নয়। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফিল্মমেকারদের মধ্যে তার আলাদা পরিচিতি আছে। ২০১৫ সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস, ২০১৭ সালে বুসান আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ও কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, ২০২০ সালে ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক ছিলেন তিনি।
২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তাদের মেয়ের নাম ইলহাম নুসরাত ফারুকী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস