Connect with us

আলাপচারিতা

শ্বশুরবাড়িতে আমি একদম রাজকন্যার মতো: মেহজাবীন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ের পর জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন। স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে বিদেশে বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তরা সেসব জেনেছে। কিন্তু পর্দায় তার দেখা নেই! বড় পর্দায় ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ ও এপ্রিলে ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকের মাধ্যমে তার অভিনয় ছোট পর্দায় দেখা গেছে। অভিনয়ে কি তবে তিনি বিরতি নিয়েছেন? নতুন কী চমক নিয়ে আসবেন এই তারকা? এসব প্রসঙ্গের পাশাপাশি ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড ও ব্যক্তিজীবন নিয়ে সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতা করেছেন মেহজাবীন চৌধুরী।

সিনেমাওয়ালা নিউজ: বিয়ের পর লম্বা বিরতি নিচ্ছেন, এর আলাদা কোনও কারণ আছে?
মেহজাবীন চৌধুরী: আসলে আমি কোনো বিরতিতেই নেই। নিয়মিত কাজ করছি। তবে সবকিছু শেয়ার করছি না। বিশেষ করে ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতার বিচারক হওয়া আমার জন্য অনেক বড় দায়িত্ব নিয়ে এসেছে। দর্শকরা হয়তো সপ্তাহে কয়েকটি পর্বই দেখছেন, কিন্তু পর্দার আড়ালে যে পরিমাণ পরিশ্রম আর ব্রেইনস্টর্মিং চলছে, সেসব সামলানো সত্যিই অনেক কঠিন। তবে সত্যি বলতে, আমাদের সব মেন্টর মেয়েদের শেখাতে নিজেদের শতভাগ দিচ্ছেন। যেমন– কীভাবে তারা নিজেদের উন্নত করবে, তাদের দক্ষতা বাড়াবে ও প্রতিভাকে আরো শাণিত করবে। আমরা সবাই অধীর আগ্রহে গ্র্যান্ড ফিনালের জন্য অপেক্ষা করছি। এর বাইরেও আমার একাধিক প্রজেক্ট ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। আমি সবসময় মনে করি, যখন কোনো কাজ ডেভেলপমেন্ট পর্যায়ে থাকে, তখন সেটি নিয়ে কথা বলা উচিত নয়। আমি বরং শুটিং শেষ করি, তারপর ঘোষণা দিই।

সিনেমাওয়ালা নিউজ: বাড়িতে নিশ্চয়ই আপনি তারকা নন! আপনাকেই কি গোটা সংসার সামলাতে হয়? এই ধরুন কতটুকু চাল লাগবে, তেল শেষ হয়ে গেল কিনা, কী রান্না হবে… আপনাকেই কি সব খেয়াল রাখতে হয়?
মেহজাবীন: বাসায় আমি একদম রাজকন্যার মতো। আমার শ্বশুরবাড়ির কেউই আমাকে কোনো কাজ করতে দেয় না। তবে আমি রাঁধতে ভালোবাসি, বিশেষ করে শুক্রবারে। আমি এমনিতে অনেক মানুষে ঘেরা থাকি, যারা আমাকে প্রতিটি কাজে সাহায্য করে। সত্যিই আমি অনেক আশীর্বাদপুষ্ট যে– চারপাশের সবাই এতোটা সাহায্য করে, যার কারণে আমি জীবনের ভারসাম্য খুব সুন্দরভাবে ধরে রাখতে পারি।

সিনেমাওয়ালা নিউজ: ‘প্রিয় মালতী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আপনার। যদিও এর আগেই মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমার কাজ করেছেন। এটি বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটি দেশে মুক্তি পাবে কবে?
মেহজাবীন: ‘সাবা’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। আমার মনে হয়, আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আপডেট দিতে পারবো।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: নতুন সিনেমার খবর দেবেন কবে?
মেহজাবীন: যেমনটা বলেছি, আমি কথা বলতে পছন্দ করি না। আমি চাই, আমার কাজই যেন আমার হয়ে কথা বলে। তাই যখন কোনো কিছু পুরোপুরি প্রস্তুত হবে ও আমরা টিম হিসেবে ঘোষণা দিতে পারবো, তখনই সেই বিষয়ে বলবো। তার আগে নয়।

সিনেমাওয়ালা নিউজ: বড় পর্দায় কাজ করার সময় কী ধরনের চ্যালেঞ্জ সবচেয়ে বেশি অনুভব করেছেন?
মেহজাবীন: সিনেমা আর নাটকের মাধ্যম অনেক ভিন্ন। তবে সিনেমায় কাজের ক্ষেত্রে আমি কিছু বিষয় দেখি। যেমন গল্প ও আমার চরিত্র কেমন, কাজটিতে কোনো অর্থবহ বিষয় আছে কিনা বা এটি বিনোদনমূলক কিনা এবং দর্শকদের কাছে নতুন কিছু পৌঁছে দিতে পারছে কিনা। যখন এসব বিষয় আমার প্রত্যাশার সঙ্গে মেলে, তখনই সিনেমার প্রজেক্টে কাজ করার সিদ্ধান্ত নিই।

সিনেমাওয়ালা নিউজ: আগামীতে কোন ধরনের চরিত্রে নিজেকে দেখতে চান? কোনো স্বপ্নের চরিত্র আছে?
মেহজাবীন: আমার অসংখ্য স্বপ্ন আছে। সব স্বপ্ন পূরণ হয় না। আমি সব ধরনের আইডিয়ার জন্য উন্মুক্ত। এমন কাজ করতে চাই, যেগুলো একইসঙ্গে দেখার মতো আকর্ষণীয়, বিনোদনমূলক ও অর্থবহ। তাই সামনে যা-ই আসুক, আমার যা ভালো লাগে সেটাই করবো।

সিনেমাওয়ালা নিউজ: ওটিটিতে আপনার নতুন কোনো কাজ আসবে?
মেহজাবীন: এই মুহূর্তে ওটিটি নিয়ে দেওয়ার মতো কোনো আপডেট নেই।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: নাটক কি আর করবেন না?
মেহজাবীন: ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিত নই। তবে যদি কোনো আকর্ষণীয় টিভি নাটকের প্রস্তাব আসে, অবশ্যই কাজ করবো।

সিনেমাওয়ালা নিউজ: নাটক, সিনেমা, ওয়েব সিরিজ— মাধ্যমের ভিন্নতায় অভিনয়ের ধরন কি আলাদা করেন?
মেহজাবীন: না। যখন নাটকে কাজ করেছি, সবসময়ই আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। সিনেমা কিংবা ওয়েব সিরিজের ক্ষেত্রে একই কাজ করেছি–চরিত্রের প্রতি ন্যায়বিচার করার চেষ্টা করেছি। তাই একজন অভিনেত্রী হিসেবে আমার কাছে সবকিছু একই। মাধ্যম আমার কাছে ততোটা গুরুত্বপূর্ণ নয়। যেকোনো সেটে পা রাখার সময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি।

সিনেমাওয়ালা নিউজ: সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন তো তারকারা কিছু বললেই খবরের শিরোনাম হয়ে যান। সোশ্যাল মিডিয়া কি আপনার কাছে আশীর্বাদ, নাকি চাপ?
মেহজাবীন: সত্যি বলতে, প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ। কিন্তু আমরা এটিকে কীভাবে ব্যবহার করছি, সেটাই আসল ব্যাপার। সে দায়িত্ব আমাদের নিজেদেরই। আমার মনে হয়, আমাদের উচিত ইতিবাচক দিকগুলোর দিকে মনোযোগ দেওয়া ও কীভাবে বিষয়গুলোকে আরো ভালো করা যায় সেসব নিয়ে আলোচনা করা। আমাদের চারপাশে অনেক শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক কার্যক্রম হচ্ছে। আশা করি, এগুলো আমাদের আরো সহানুভূতিশীল হতে শেখাবে এবং প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় আরো বুদ্ধিদীপ্ত থাকার শিক্ষা দেবে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: সোশ্যাল মিডিয়ায় মেয়েদের একটু বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এসব নিজের বেলায় ঘটলে বা দেখলে কীভাবে সামলান?
মেহজাবীন: আমরা হয়তো ২০২৫ সালে বাস করছি, কিন্তু মানসিকভাবে এখনো অনেক পিছিয়ে আছি। যতক্ষণ না মানুষ তাদের মানসিকতা বদলাবে ও মিলেমিশে চলার মনোভাব তৈরি করবে, ততক্ষণ এসব ঘটতেই থাকবে। আমার মনে হয়– যখনই কোনো অন্যায় হয়, তখনই আমাদের প্রতিবাদ জানাতে হবে। অন্য কাউকে অনৈতিকভাবে সুবিধা নিতে দেওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবসময় ভাবা উচিত—যদি একই ঘটনা নিজের কিংবা আমাদের প্রিয়জনের সঙ্গে ঘটতো, আমরা কি সেটা সামলাতে পারতাম? যদি না-ই পারি, তাহলে কেনো অন্যদের এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলছি? এর মাধ্যমে আমরা আসলে কী চাই? আমরা ঠিক কাজ করছি, নাকি ভুল? নিজেকেই প্রশ্ন করতে হবে। যদি ভুল করেও আয়নায় নিজেকে দেখে কেউ শান্ত থাকতে পারে তাহলে আমার বলার কিছু নেই। কিন্তু যদি কারো অন্তরে সামান্য মানবিকতাও থেকে থাকে, তবে তিনি অবশ্যই জানেন কী করা উচিত আর কী করা উচিত না।

সিনেমাওয়ালা নিউজ: ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ বিজয়ী হয়ে শোবিজে এসেছেন। তখন তো সোশ্যাল মিডিয়ার অত দাপট ছিলো না। এখন সেই দিনগুলো ভাবলে কেমন লাগে?
মেহজাবীন: আমি সত্যিই নিজেকে ধন্য মনে করি যে, সোশ্যাল মিডিয়া ছাড়াও ‘লাক্স সুপারস্টার’ বরাবরই দর্শকপ্রিয়তা পেয়েছে, যখনই এর আয়োজন হয়েছে। তখন এতো প্রচলিত মাধ্যম ছিলো না আর সোশ্যাল মিডিয়ার ব্যবহারও অনেক কম ছিলো, এমনকি প্রচারণাও সীমিত ছিলো। তারপরও দর্শকরা ভোট দিয়েছেন ও বিজয়ীদের নির্বাচিত করেছেন। এটা প্রমাণ করে– প্রযুক্তি আর সোশ্যাল মিডিয়া অবশ্যই বিষয়গুলোকে সহজ করেছে, কিন্তু কোনো ভালো কিছু হলে মানুষ অনেকদূর পর্যন্ত এগিয়ে আসে ও সমর্থন দেয়। ‘লাক্স সুপারস্টার’ সবসময়ই মানুষের ভালোবাসা আর সমর্থন পেয়েছে, কারণ এটি নিঃসন্দেহে দেশের প্রতিভাবান নারীদের জন্য সেরা প্ল্যাটফর্ম।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: সাম্প্রতিক সময়ে আপনি নারীকেন্দ্রিক কন্টেন্ট বেছে নিয়েছেন বেশি। এটা কি কাকতালীয়? নাকি পরিকল্পিত? চরিত্র বাছাই করার সময় আপনার প্রধান বিবেচনা কী থাকে?
মেহজাবীন: যখন কোনো নারীশিল্পী অর্থবহ চরিত্র বেছে নেন, তখন সেটিকে সবাই নারীকেন্দ্রিক কন্টেন্ট বলে আখ্যা দেয়। কিন্তু আমি সেটিকে আলাদা করে দেখি না। কারণ যখন কোনো গল্পে পুরুষ চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তখন তো কেউ সেটিকে পুরুষকেন্দ্রিক বলে না। তাহলে নারীর ক্ষেত্রে কেন লেবেল দেওয়া হবে? আমার কাছে কন্টেন্ট মানেই কন্টেন্ট। এর মূল্যায়ন হওয়া উচিত কতোটা গুরুত্বপূর্ণ বা কতোটা অর্থবহ সেটি দিয়ে– নারী চরিত্র বড় নাকি পুরুষ চরিত্র বড়, সেটি দিয়ে নয়।

সিনেমাওয়ালা নিউজ: কোন চরিত্র বা কাজকে এখন পর্যন্ত আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট মনে করেন?
মেহজাবীন: আমার বিশ্বাস, ২০১৭ সালে যখন ‘বড় ছেলে’ নাটকে কাজ করেছিলাম, সেটাই ছিলো আমার টার্নিং পয়েন্ট। দ্বিতীয় টার্নিং পয়েন্ট ছিলো ২০২১ সালে ‘চিরকাল আজ’। আর ২০২৪ সালে ‘প্রিয় মালতী’ ছিলো আরেকটি টার্নিং পয়েন্ট। প্রতিটি কাজের মাধ্যমে জীবনে নতুন লক্ষ্য স্থির করতে পেরেছি ও নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে এটি আমাকে নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জনে সহায়তা করেছে এবং আমাকে আরো ভালো কাজ করার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: শুরুর সময়কার মেহজাবীন আর বর্তমানের মেহজাবীনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় দেখেন?
মেহজাবীন: অবশ্যই এখন আমি অনেক বেশি অভিজ্ঞ। হয়তো অভিনয়েও কিছুটা উন্নত হয়েছি।

সিনেমাওয়ালা নিউজ: ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আপনাকে কীভাবে প্রভাবিত করে?
মেহজাবীন: ভক্তদের কাছ থেকে যে ভালোবাসা পাই, সেটি আসলে আরো বেশি দায়িত্বশীল করে তোলে এবং ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে। যদিও কখনো কখনো এটা চাপ হয়ে দাঁড়ায়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে সীমিত রিসোর্স দিয়ে ভালো স্ক্রিপ্ট খুঁজে বের করা ও সেটি বাস্তবায়ন করা বেশ কঠিন। তবুও ভক্তদের ভালোবাসা আমাদের এক ধরনের অদৃশ্য শক্তি দেয়, যেটা নিয়ে আমি সত্যিই গর্ব করি। আর শক্তি বলতে আমি বোঝাতে চাই– এটি আমাকে আরো দৃঢ় করে তোলে। আমি জানি, যদি ভক্তদের জন্য ভালো কাজ করতে পারি, তখনই আমার নিজেকে সন্তুষ্ট মনে হবে। সেই লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম দেওয়ার চেষ্টা করি।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)

সিনেমাওয়ালা নিউজ: আপনার একটি সুপ্ত প্রতিভা বা শখ— যেটি দর্শকরা এখনো জানে না, সেটি কী?
মেহজাবীন: সত্যি বলতে আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি সামান্য অভিনয় করতে জানি, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ও ঘুরে বেড়াতে ভালোবাসি। আমার কোনো অসাধারণ প্রতিভা নেই। প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই।

সিনেমাওয়ালা নিউজ: অবসরে কীভাবে সময় কাটাতে সবচেয়ে ভালো লাগে?
মেহজাবীন: অবশ্যই শপিং আর ভ্রমণ। আশা করি, ভবিষ্যতেও যেন এভাবে চালিয়ে যেতে পারি ও সময় বের করতে পারি।

সিনেমাওয়ালা নিউজ: যদি অভিনয় না করতেন, তাহলে কোন পেশায় থাকতেন?
মেহজাবীন: আসলে এই মুহূর্তে আমার কাছে এর কোনো উত্তর নেই। কারণ পেছনে তাকালে দেখি– অভিনয়ের শুরুতে আমি খুব একটা সিরিয়াস ছিলাম না। কিন্তু এখন মনে হয় এটাই আমার একমাত্র কাজ। আর এটাই করতে চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ