ঢালিউড
‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে!’

(বাঁ থেকে) সুনেরাহ বিনতে কামাল, আফরান নিশো ও তমা মির্জা (ছবি: চরকি)
অভিনেতা আফরান নিশোর নতুন সিনেমা ‘দাগি’র শুটিং শেষ হলো। আজ (২৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসা একটি ভিডিওর মাধ্যমে এই তথ্য জানা গেছে। এতে দেখা যায়, পুরো ইউনিটের সঙ্গে নিশোর দুই পাশে অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক শিহাব শাহীন। শুরুতেই সবাই সমবেত কণ্ঠে বলেন, ‘র্যাপ আপ।’ এরপর তমা একটি ফুল ক্যামেরার সামনে বাড়িয়ে দিতেই নিশো বলেন, ‘সকল মুখের ঝগড়ার সমাপ্তি, এখন থেকে হাতাহাতি হবে!’ তার কথা শুনে ইউনিটের সবাই হাসিতে ফেটে পড়ে।
গত বছরের ৮ ডিসেম্বর আফরান নিশোর জন্মদিনে ‘দাগি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে ‘সুড়ঙ্গ’ মুক্তির দেড় বছরেরও বেশি সময় পর আড়াল ভাঙেন তিনি। ‘দাগি’র ঘোষণার ভিডিওতে এই তারকা বলেন, ‘কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁইজা পাইলে কী আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে! একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে, ক্লিয়ার?’
‘ছুঁয়ে দিলে মন’ মুক্তির ১০ বছর পর আবার বড় পর্দার জন্য সিনেমা পরিচালনা করলেন শিহাব শাহীন। তার কথায়, ‘একটি গল্পনির্ভর সিনেমা ‘দাগি’। গল্পই এই সিনেমার হিরো। মুক্তি ও প্রায়শ্চিত্তের গল্প থাকছে এতে। এর মাধ্যমে দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন। এমন গল্প এখানকার দর্শক আগে দেখেননি।’

আফরান নিশো (ছবি: চরকি)
‘সুড়ঙ্গ’ মুক্তির পর আফরান নিশোর মতোই দুই বছর ধরে বড় পর্দায় নেই তমা মির্জা। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। ‘দাগি’তে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এটি আমার জন্য একইসঙ্গে চ্যালেঞ্জের ও প্রশান্তির। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছি কিনা সেটি একটি চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটি কাজের মাধ্যমে ফিরতে পারছি। তবে কার বিপরীতে কাজ করছি সেটি গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ। ‘দাগি’র গল্প অনেক ভালো লেগেছে।”

(বাঁ থেকে) রেদওয়ান রনি, সুনেরাহ বিনতে কামাল, আফরান নিশো, তমা মির্জা, শিহাব শাহীন ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)
আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে ‘দাগি’। এতে আরো অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও পশ্চিমবঙ্গের এসভিএফ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
