Connect with us

ফিল্ম ফেস্টিভ্যাল

সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র জন্য কান যাচ্ছেন শর্মিলা ঠাকুর

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার বিভিন্ন দৃশ্যের কোলাজ (ছবি: প্রিয়া ফিল্মস)

ভারতের কিংবদন্তি ফিল্মমেকার সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ নতুভাবে সংস্কার করা হয়েছে। এর পুনরুদ্ধার করা সংস্করণ দেখানো হবে ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে। কান ক্ল্যাসিকস বিভাগে এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সিনেমাটির অভিনেত্রী শর্মিলা ঠাকুর। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ মুক্তি পায় ১৯৭০ সালে। কানে এর মুক্তির ৫৫ বছর পূর্তি উদযাপন করা হবে। সিনেমাটিতে সত্তর দশকের প্রথম সারির বেশ কয়েকজন তারকার সমাবেশ ঘটেছে। শর্মিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সিমি গারেওয়াল, অপর্ণা সেন, রবি ঘোষ, সমিত ভাঞ্জা, কাবেরি বসু, শুভেন্দু চট্টোপাধ্যায় ও পাহাড়ি সান্যাল। তাদের মধ্যে শর্মিলা ঠাকুর ও সিমি গারেওয়াল ছাড়া অধিকাংশ অভিনয়শিল্পী প্রয়াত।

‘অরণ্যের দিনরাত্রি’র মূল ক্যামেরা ও সাউন্ড নেগেটিভ সংরক্ষণ করেছেন প্রযোজক পূর্ণিমা দত্ত। এটি পুনরুদ্ধার করেছে দ্য ফিল্ম ফাউন্ডেশন। তাদের সহযোগিতা করেছে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন, জেনাস ফিল্মস ও যুক্তরাষ্ট্রের ক্রাইটেরিয়ন কালেকশন। এক্ষেত্রে তহবিল সরবরাহ করেছে গোল্ডেন গ্লোব ফাউন্ডেশন।

‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধায় ও শর্মিলা ঠাকুর (ছবি: প্রিয়া ফিল্মস)

কান উৎসবে ‘অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনীতে শর্মিলার সঙ্গে থাকছেন প্রযোজক পূর্ণিমা দত্ত, দ্য ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড সদস্য আমেরিকান চলচ্চিত্র পরিচালক ওয়েস অ্যান্ডারসন, নির্বাহী পরিচালক মার্গারেট বড ও ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।

দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে আগামী ১৩ মে শুরু হবে এবারের উৎসব। কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এই আয়োজনের পর্দা উঠবে। ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে একই ভবনের দুব্যুসি থিয়েটারে। ১২ দিনের উৎসবটি চলবে ২৪ মে পর্যন্ত।

‘অরণ্যের দিনরাত্রি’ সিনেমার দৃশ্য (ছবি: প্রিয়া ফিল্মস)

সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সত্যজিৎ রায়। এর গল্প কলকাতার চার বন্ধু অসিম, সঞ্জয়, হরি ও শেখরকে ঘিরে আবর্তিত। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা এই চার তরুণের সবাই শিক্ষিত। নগর জীবনের একঘেঁয়েমি কাটাতে চার বন্ধু গাড়িতে চড়ে অরণ্যে ঘুরতে বের হয়। তারা বিহার রাজ্যের একটি ছোট্ট গ্রামে পৌঁছায়। রাতযাপনের কোনো বন্দোবস্ত না করায় একটি রেস্টহাউসের কেয়ারটেকারকে ঘুষ দিয়ে রুম বুকিং দেয় চার বন্ধু। শহর থেকে আসার কারণে গ্রামে তাদের মধ্যে এক ধরনের দম্ভ কাজ করে। এ কারণে আদিবাসী সাঁওতালদের প্রথমে মূল্যায়ন করে না তারা। কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের আবিষ্কার করতে থাকে।

২০তম বার্লিন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা বিভাগে গোল্ডেন বিয়ার পুরস্কারের জন্য মনোনীত হয় ‘অরণ্যের দিনরাত্রি’। এর দৈর্ঘ্য ১ ঘণ্টা ৫৫ মিনিট। সিনেমাটির আবহ সংগীত তৈরি করেছেন সত্যজিৎ রায় নিজেই।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ