Connect with us

টালিউড

ফেরদৌসের সঙ্গে শ্রীলেখার সত্যিই কি প্রেম ছিল?

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ফেরদৌস আহমেদ ও শ্রীলেখা মিত্রের ছবির কোলাজ

অভিনেতা ফেরদৌস আহমেদের সঙ্গে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একসময় সম্পর্ক ছিলো! আজ (২ সেপ্টেম্বর) সকাল থেকে দুই বাংলায় এই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। সত্যিই কি তাদের মধ্যে প্রেম বা বন্ধুত্বের কোনো ব্যাপার ছিলো? দুই তারকার পরিচয় ঘটেছিলো কীভাবে? এসব নিয়ে ব্যাপক কৌতূহল ছড়িয়ে পড়েছে।

ফেরদৌসের অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’তে শ্রীলেখা মিত্র ছিলেন। প্রীতি চরিত্রে দেখা গেছে তাকে। যদিও সিনেমাটির মূল নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী। দীপা নন্দী চরিত্রে অভিনয় করেন তিনি। ফেরদৌস ছিলেন অজিত চৌধুরী চরিত্রে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার’কে আজ শ্রীলেখা মিত্র জানান, ঢাকাই সিনেমা ‘সিংহপুরুষ’-এর শুটিং করতে বাংলাদেশে এসেছিলেন তিনি। এতে দ্বিতীয় নায়কের চরিত্রে অভিনয় করার কথা ছিলো ফেরদৌসের। সেই সূত্রে তাদের পরিচয়। পশ্চিমবঙ্গের পরিচালক স্বপন সাহার মাধ্যমে সিনেমাটিতে কাজের সুযোগ পান শ্রীলেখা। শুটিংয়ে শান্ত ও নম্র স্বভাবের ফেরদৌসকে দেখে ভালো লেগেছে তার। কিন্তু পরে ‘সিংহ পুরুষ’ সিনেমা থেকে সরে যান তিনি।

শ্রীলেখা মিত্র (ছবি: ইনস্টাগ্রাম)

আনন্দবাজার-এর কাছে শ্রীলেখা উল্লেখ করেন, ঢাকায় শুটিং শেষে কলকাতায় ফেরার পর একাধিক পরিচালক তাকে ফোন করেছিলেন। তাদের মধ্যে অন্যতম বাসু চ্যাটার্জি। তিনি ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার প্রস্তাব দেন শ্রীলেখাকে। তখন বাসু চ্যাটার্জি নায়ক খুঁজছিলেন।

শ্রীলেখার দাবি, “ফেরদৌসের কথা বাসুদাকে আমিই বলেছিলাম। সেই সূত্রে সে ‘হঠাৎ বৃষ্টি’তে কাজের সুযোগ পায়। আমার চোখে ফেরদৌস একজন ভদ্র, সুপুরুষ। একসঙ্গে কাজের সুবাদে আমাদের বন্ধুত্ব হয়েছিলো।”

৫৩ বছর বয়সী এই অভিনেত্রী যোগ করেন, ‘পরিচালককে কারও নাম বলার মধ্যে আর যাই থাক, প্রেম থাকে না। শুধু অভিনেতা নয়, আমি কিন্তু অনেক অভিনেত্রীর নামও পরিচালকদের বলেছি।’

ফেরদৌস আহমেদ (ছবি: ফেসবুক)

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘হঠাৎ বৃষ্টি’ মুক্তি পায় ১৯৯৮ সালে। ২০০০ সালে দিলীপ বিশ্বাসের পরিচালনায় ‘আমার সংসার’ সিনেমায় আবার একসঙ্গে অভিনয় করেন ফেরদৌস ও শ্রীলেখা। দীর্ঘ দুই যুগ পর গত বছর রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তারা। তবে এটি কবে মুক্তি পাবে নিশ্চিত নয়।

এদিকে ২০২৪ সালে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ফেরদৌস লাপাত্তা। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ