ছবিঘর
সমুদ্র সৈকতে ভাবনার সূর্যাস্ত
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এখন কক্সবাজারে। সমুদ্র সৈকতে দারুণ সময় কাটছে তার। ব্যক্তিগত একটি কাজের ফাঁকে ঘুরে বেড়িয়েছেন তিনি। সাগরে সূর্যাস্ত সবচেয়ে উপভোগ্য লেগেছে তার। এজন্য গোধূলি বেলা থেকে সন্ধ্যা অবধি সৈকতে বসে থেকেছেন তিনি। সূর্যাস্ত উপভোগের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভাবনা।

ছবিটি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘প্রতিটি সূর্যাস্ত একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে।’

ভাবনার চোখে, ‘সূর্যাস্ত হলো আকাশে সৃষ্টিকর্তার আঁকা ছবি।’

সমুদ্র সৈকতের বালিতে দারুণ সময় কেটেছে ভাবনার।

সাগরজলে উচ্ছ্বাসের সময় তোলা ছবিটি শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘উদ্দাম ও মুক্ত, ঠিক সমুদ্রের মতো।’

ভাবনা লিখেছেন, ‘সাগরের ধ্বনি ও ঘ্রাণ আমার মনপ্রাণ নির্মল করে দেয়।’

ভাবনার কাছে, ‘সমুদ্র একজন মানুষের মতো, একটি শিশুর মতো, যাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। জানি শুনতে পাগলের মতো মনে হচ্ছে, কিন্তু আমি সমুদ্রে সাঁতার কাটার সময় তার সঙ্গে কথা বলি। যখন আমি সাগরে থাকি তখন নিজেকে কখনো একা লাগে না আমার।’

সৈকতের বালু গায়ে মেখেই যেন ভাবনার আনন্দ।

কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় একটি গানের লাইন শেয়ার করেছেন ভাবনা, ‘যদি সত্যি জানতে চাও তোমাকে চাই।’

কক্সবাজার সমুদ্র সৈকতে সূর্যাস্তের সৌন্দর্যে উদ্ভাসিত ভাবনা।

ভাবনা লিখেছেন, ‘যাও তোমাকে দিলাম ছুটি এ মন থেকে।’

কক্সবাজারে একদিন সকালের নরম আলোয় ভাবনা।

কক্সবাজার যাওয়ার আভাস ফেসবুক পেজে এভাবে দিয়েছেন ভাবনা, ‘শহর থেকে পালাতে চাই দূরে কোথাও।’

কক্সবাজারে যাওয়ার আগে ভাবনা লিখেছেন, ‘সমুদ্র আমাকে ডাকে।’

গত ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে কক্সবাজারের বিমানে চড়েছেন ভাবনা। আগামীকাল (১০ ফেব্রুয়ারি) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভাবনা জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের একটি লাউঞ্জে দারুণ অভিজ্ঞতা হয়েছে তার।

অমর একুশে বইমেলায় মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে ভাবনার কবিতার বই ‘ডানপন্থী কবিতারা’। এছাড়া কিংবদন্তী পাবলিকেশন থেকে এসেছে তার উপন্যাস ‘কাজের মেয়ে’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
