বলিউড
‘সাইয়ারা’ সুনামিতে ৯ দিনে ৩০০ কোটি পার

‘সাইয়ারা’ সিনেমায় আহান পান্ডে ও অনীত পাড্ডা (ছবি: যশরাজ ফিল্মস)
টাইফুন! সুনামি! হারিকেন! ‘সাইয়ারা’ ম্যানিয়া যেভাবে সারাভারতকে আঁকড়ে ধরেছে তাতে সিনেমাটির সাফল্যকে তুলে ধরতে এসব বিশেষণই মানানসই। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের বক্স অফিসে ঝড় তুলেছে এটি। বড় পর্দায় মুক্তির ৯ দিনে এর টিকিট বিক্রি থেকে এসেছে ৩০০ কোটি রুপির বেশি।
যদিও সিনেমাটি মুক্তির আগে ছিলো না তেমন কোনো প্রচারণা। নায়ক-নায়িকা-নির্মাতা বিভিন্ন শহর ঘুরে সাক্ষাৎকার দিচ্ছেন, এমনটাও ঘটেনি। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ যেন দমকা হাওয়ার মতো রুপালি পর্দায় এলো! দর্শকদের মুখে মুখে এখন এই সিনেমার জয়গান। আহামরি প্রচারণা না করে সিনেমাহল-ফেরত দর্শকদের প্রতিক্রিয়াই ‘সাইয়ারা’র সবচেয়ে বড় প্রচার কৌশল হয়ে দাঁড়িয়েছে! এর ইউএসপি ছিলো মুখে মুখে প্রচার। অনেক বছর পর বড় পর্দায় নতুন জুটির রসায়ন দেখে আবেগে বুঁদ দর্শকরা। অনেকে সিনেমাহলে আবেগপ্রবণ হয়ে একাধিকার চোখ মুছেছে।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
বলিউডে বড় তারকা ছাড়া সিনেমা হিট হয় না, এমন ধারণাকে ভুল প্রমাণ করেছে ‘সাইয়ারা’। এতে তথাকথিত বক্স অফিস কাঁপানো কোনো তারকা নেই। নবাগত আহান পাণ্ডে ও উঠতি অভিনেত্রী অনীত পাড্ডার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। তাদের রসায়ন দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে নতুন প্রজন্মের দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে তুমুল উন্মাদনা।
প্রাণবন্তে গল্পে সংগীতশিল্পী কৃষ কাপুর চরিত্রে মুগ্ধ করেছেন আহান পাণ্ডে। ‘কহো না… পেয়ার হ্যায়’ মুক্তির ২৫ বছর পর বলিউডে কোনো নবাগত নায়ক এমন অভাবনীয় সাফল্যে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে গেলো।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
গীতিকবি বাণী বাত্রা চরিত্রে মন কেড়েছেন অনীত পাড্ডা। এর আগে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র, বিভিন্ন সিনেমা ও ওটিটিতে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ সিরিজে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। বলিউডে একই ধরনের মুখের ভিড়ে অনীতকে অন্যরকম লেগেছে দর্শকদের। কাজল কালো চোখ, গোলাপি গাল, রেশমি চুল, ঘন ভ্রু ও ঘন আঁখিপল্লবে জেন-জি’দের নতুন প্রিয়তমায় পরিণত হয়েছেন তিনি।
বাণিজ্যিক বিশ্লেষকরা দুই তারকাকে নিয়ে আশাবাদী। তাদের ভাবা হচ্ছে, ‘লম্বা দৌড়ের ঘোড়া’। আহান ও অনীতকে নিয়ে নির্মাতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। প্রথম দিন থেকেই এটি আছে টপ গিয়ারে! সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি শো দর্শকদের উপচেপড়া ভিড়ে হাউসফুল। অনেক দর্শক বারবার দেখেছেন এটি। একজোড়া তরুণ-তরুণীর প্রেমের এই ছবি হলমালিকদের মুখে হাসি ফুটিয়েছে। ‘সাইয়ারা’ ইন্ডাস্ট্রির জন্য সুখবর ও ইতিবাচক একটি সিনেমা।
‘আশিকি টু’ ও ‘এক ভিলেন’ নির্মাণের অনেক বছর পর সিনেমা পরিচালনা করলেন মোহিত সুরি। ক্যামেরার পেছনে ফিরে দর্শকদের মুগ্ধ করে ছক্কা হাঁকালেন তিনি। সিনেমাটি বলিউডে নতুন মাইলফলক তৈরি করে ফেলেছে। এর সুবাদে ৩০০ কোটি রুপি এনে দেওয়া পরিচালকদের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
কোনো নতুন নায়কের হিন্দি সিনেমা হিসেবে মুক্তির প্রথম তিন দিনে টিকিট বিক্রি থেকে ১১৯ কোটি রুপি পেয়ে নতুন রেকর্ড গড়েছে ‘সাইয়ারা’। এরমধ্যে ভারতে ১০১ কোটি ৭৫ লাখ রুপি (আয় ৮৪ কোটি রুপি) ও অন্যান্য দেশে এসেছে ১৭ কোটি ২৫ লাখ রুপি। ভারতে মুক্তির প্রথম দিন ২২ কোটি রুপি, দ্বিতীয় দিন ২৬ কোটি ২৫ লাখ রুপি ও তৃতীয় দিন ৩৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি। এরমধ্যে প্রথম দিনে ২২ কোটির ব্যবসা এর আগে অন্য কোনো নবাগত দিতে পারেনি।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ লিখেছেন, ‘নতুন নায়কের সিনেমার ক্ষেত্রে এটি অভূতপূর্ব সাফল্য। এটি এককথায় অকল্পনীয় ও ঐতিহাসিক অর্জন। কারণ বিশেষ দিবসের ছুটি ছাড়াই এসেছে এই প্রাপ্তি। তাছাড়া এটি কোনো ফ্র্যাঞ্চাইজের অংশ নয়।’

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
‘সাইয়ারা’ মুক্তির প্রথম সপ্তাহে টিকিট বিক্রি থেকে পেয়েছে ২৫৬ কোটি রুপি। এরমধ্যে ভারতে ২১২ কোটি ৫০ লাখ রুপি (আয় ১৭৫ কোটি ২৫ লাখ রুপি) ও অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ৪৩ কোটি ৫০ লাখ রুপি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ‘সাইয়ারা’ ভারতে মোট আয় করেছে ২২০ কোটি ৭৫ লাখ রুপি। টিকিট বিক্রি হয়েছে ২৬৭ কোটি ৪১ লাখ রুপির। অন্যান্য দেশে টিকিট বিক্রি থেকে এসেছে ৪৩ কোটি ১০ লাখ রুপি। সব মিলিয়ে অঙ্কটা দাঁড়িয়েছে ৩১০ কোটি ৫১ লাখ রুপি।

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
একনজরে ‘সাইয়ারা’র বিশ্বব্যাপী বক্স অফিস
ভারত (আয়): ২২০ কোটি ৭৫ লাখ রুপি
ভারত (টিকিট বিক্রি): ২৬৭ কোটি ৪১ লাখ রুপি
বহির্বিশ্ব (টিকিট বিক্রি): ৪৩ কোটি ১ লাখ রুপি
বিশ্বব্যাপী (টিকিট বিক্রি): ৩১০ কোটি ৫১ লাখ রুপি

‘সাইয়ারা’ সিনেমায় অনীত পাড্ডা ও আহান পান্ডে (ছবি: যশরাজ ফিল্মস)
‘সাইয়ারা’র গানগুলো নতুন প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে। স্পটিফাই গ্লোবাল শীর্ষ ৫০ তালিকায় সাত নম্বরে স্থান করে নেওয়া বলিউডের প্রথম গান এটাই। বিশ্বব্যাপী একদিনে ৩৮ লাখ ৭০ হাজার বার বেজেছে ‘সাইয়ারা’। এরমধ্যে শুধু ভারতেই বেজেছে ৩৬ লাখ ১০ হাজার বার। এটি লিখেছেন ইরশাদ কামিল। এতে কণ্ঠ দিয়েছেন ফাহিম আব্দুল্লাহ। তার সঙ্গে মিলে গানটি সুর করেছেন তানিষ্ক বাগচি ও আরসালান নিজামি।
‘সাইয়ারা’র ছয়টি গানই স্পটিফাই ইন্ডিয়া টপ ফিফটি চার্টে আধিপত্য বিস্তার করেছে। এরমধ্যে টাইটেল গানটি ১ নম্বরে আছে। অন্যান্য গানগুলো গেয়েছেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শিল্পা রাও, জুবিন নটিয়াল, বিশাল মিশ্র। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিথুন, সাচেত-পরম্পরা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস