Connect with us

ছবিঘর

কোন সাগরে ভাসলেন তাসনিয়া ফারিণ

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ভ্রমণ করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অ্যাড্রিয়াটিক সাগরে ভেসে বেড়ানোর সময় তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। একঝলকে দেখে নিন সেগুলো।

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মন্টেনেগ্রোর বুদভা শহরে তাসনিয়া ফারিণ।

ছবিগুলো ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘অ্যাড্রেনালিন নিয়ে অ্যাড্রিয়াটিক সমুদ্রযাত্রা।’

সাদা শার্ট ও নীল রঙের জিন্স শর্টসের সঙ্গে মাথায় ক্যাপ পরেছেন তাসনিয়া ফারিণ।

তাসনিয়া ফারিণের সমুদ্র ভ্রমণের ছবিগুলোতে ফেসবুকে ২৯ হাজার লাইক ও ইনস্টাগ্রামে ২৩ হাজারের বেশি লাভ রিঅ্যাক্ট এসেছে।

বুদভা শহরে তোলা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাসনিয়া ফারিণ লিখেছেন, “জোয়ার আমার নাম ধরে ডাকে, তারারা ফিসফিস করে বলে, ‘আমার চুলে একটা ফুল, আর রাত পরিণত হয় আমার সমুদ্রে।’ আশা করি, এটি আমার ভেতরের মোয়ানাকে জাগিয়ে তুলবে।”

গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার জন্য তুমুল ব্যস্ত সময় কাটানোর পর লন্ডনে স্বামী শেখ রেজওয়ানের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তাসনিয়া ফারিণ। ‘ইনসাফ’-এর মাধ্যমে নাচ-গান-অ্যাকশনে ভরপুর বাণ্যিজিক সিনেমায় প্রথমবার কাজ করেছেন তাসনিয়া ফারিণ। এতে পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা গেছে তাকে।

সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানে নেচে চমকে দিয়েছেন তাসনিয়া ফারিণ। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় শরিফুল রাজের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ