হলিউড
সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে এলো নতুন ‘অ্যাভাটার’

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
বিশ্বব্যাপী বক্স অফিসে আবার বাজিমাত করতে ফিরলো খ্যাতিমান কানাডিয়ান পরিচালক জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। এবার পর্দায় এলো এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। দর্শকদের জন্য খুশির খবর, টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওসের পরিবেশনায় আজ (১৯ ডিসেম্বর) সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।
২০০৯ সালে মুক্তির পর মহাকাব্যিক কল্পবিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যাভাটার’ বিশ্বজুুড়ে আলোড়ন সৃষ্টি করে। এর বাজেট ছিলো ২৩ কোটি ৭০ লাখ ডলার (২ হাজার ৯০০ কোটি টাকা)। এটি ২৯২ কোটি ৩৭ লাখ ডলারের বেশি (৩৫ হাজার ৭৭৭ কোটি টাকা) আয়ের রেকর্ড গড়ে। ‘অ্যাভাটার’ এখনো বিশ্বে সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার শীর্ষস্থান ধরে রেখেছে। করোনা পরবর্তী সময়ে ২০২২ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ আয় করে ২৩৪ কোটি ৩১ লাখ ডলার (২৮ হাজার ৬৭৩ কোটি টাকা) আয় করে। এর বাজেট ছিলো ৩৫ কোটি ডলার (৪ হাজার ২৮৩ কোটি টাকা)।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
বিশাল ক্যানভাসে নির্মিত ‘অ্যাভাটার’ সিনেমা দুটিতে নীল-আঁধার প্যান্ডোরার জগত ও ভিজ্যুয়াল-জাদু বিস্ময়কর মুগ্ধতা নিয়ে দেখেছেন দর্শকরা। নতুন কিস্তিতে গল্পের কেন্দ্রে রয়েছে সুলি পরিবার। আগের পর্বে নেটেয়ামের মৃত্যু তাদের জীবনে গভীর দাগ রেখে গেছে। সেই শোক ও লড়াইয়ের মাঝে দেখা দেয় নতুন বিপদ। এবারের পর্বে দেখা যাবে ‘আগুন উপজাতি’, যাদের আবির্ভাব নতুন উত্তেজনা ছড়াবে। গল্পে মা নাভি প্রজাতির আর বাবা অন্য গ্রহ থেকে আসা- প্যান্ডোরায় এমন জীবনে বেড়ে উঠে নিজেদের পরিচয় খুঁজে বেড়ানো সন্তানদের জন্য হাসি-আনন্দের মাঝে নিয়ে আসে চ্যালেঞ্জ। ৭১ বছর বয়সী জেমস ক্যামেরন এবারের সিনেমা প্রসঙ্গে বলেন, ‘আমরা মূলত শরণার্থী বা বাস্তুচ্যুত অভিবাসীদের পারিবারিক অবস্থাকে দেখানোর চেষ্টা করেছি। দর্শকরা সহজেই বাস্তবতার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।’

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
৪০ কোটি ডলার বাজেটে নির্মিত ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালদানিয়া, সিগোর্নি উইভার, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট, জিওভান্নি রিবসি, ক্লিফ কার্টিস। নতুন যুক্ত হয়েছেন স্প্যানিশ-সুইস-ব্রিটিশ অভিনেত্রী ওনা চ্যাপলিন।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
‘অ্যাভাটার’ সিনেমা মানেই অভিনব প্রযুক্তির মিশেল। এবারও সিনেমাটোগ্রাফি, অ্যানিমেশন কিংবা কারিগরিসহ সবকিছুতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। সংগীতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ব্রিটিশ সুরকার সাইমন ফ্র্যাংলেন জানিয়েছেন, নতুন সিনেমাটির কাজ শেষ করতে তার দীর্ঘ সাত বছর লেগেছে! দীর্ঘ সময়ে তিনি ১ হাজার ৯০৭ পাতার অর্কেস্ট্রা স্কোর তথা স্বরলিপি লিখেছেন। এমনকি ভিনগ্রহের কাল্পনিক জগত প্যান্ডোরার বাসিন্দাদের উপযোগী সম্পূর্ণ নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার করতে হয়েছে তাকে।
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)
‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় ‘ড্রিম অ্যাজ ওয়ান’ শিরোনামের একটি গান গেয়েছেন আমেরিকান পপতারকা মাইলি সাইরাস। ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান শাখায় মনোনীত হয়েছে এটি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
