বলিউড
সালমানের হাত ধরে পলক

সালমান খান ও পলক তিওয়ারি (ছবি: ইনস্টাগ্রাম)
বলিউড সুপারস্টার সালমান খান গত মাসে সাজিদ নাদিয়াড়ওয়ালার প্রযোজনায় নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। শুরুতে এর নাম ছিলো ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। কয়েকদিন আগে পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভাইজান’। এতে তার পাশাপাশি অভিনয় করছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগৎপতি বাবু ও ‘বিগ বস ১৩’ তারকা শেহনাজ গিল।
এবার ‘ভাইজান’ সিনেমায় নতুন আরেকজনকে যুক্ত করেছেন সালমান। তিনি হলেন টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি। তাকে দেখা যাবে গায়ক-অভিনেতা জাসি গিলের বিপরীতে। ইতোমধ্যে শুটিং শুরু করেছেন ২১ বছর বয়সী এই তরুণী।

পলক তিওয়ারি (ছবি: ইনস্টাগ্রাম)
কয়েকটি মিউজিক ভিডিওতে রূপে ও নাচে দর্শকদের মুগ্ধ করেছেন পলক। এবার তার অভিনয় দক্ষতা প্রমাণের পালা।
গত বছরের নভেম্বরে মুক্তির পাওয়া সালমানের ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলক। ‘বিগ বস ১৫’ রিয়েলিটি শোর একটি পর্বে সালমানের সঙ্গে মঞ্চে দেখা গেছে তাকে। তার মা শ্বেতা তিওয়ারি ‘বিগ বস ৪’ রিয়েলিটি শোর বিজয়ী।

পলক তিওয়ারি ও শ্বেতা তিওয়ারি (ছবি: ইনস্টাগ্রাম)
জানা গেছে, ‘ভাইজান’ সিনেমায় সালমানের তিন ভাইয়ের ভূমিকায় পাওয়া যাবে জাসি গিল, সিদ্ধার্থ নিগাম ও রাঘব জুয়েলকে। মুম্বাইয়ের পর এর শুটিং হচ্ছে হায়দরাবাদে। এটি হলো ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘বীরাম’-এর হিন্দি রিমেক। তেলুগু তারকা ভেঙ্কটেশ ২৭ বছর পর ফের হিন্দি সিনেমায় কাজ করছেন। সবশেষ ১৯৯৫ সালে ‘তকদীরওয়ালা’য় দেখা গেছে তাকে।

পলক তিওয়ারি (ছবি: ইনস্টাগ্রাম)
‘ভাইজান’ প্রযোজনাও করছেন সালমান। সিনেমাটির গান তৈরির দায়িত্ব দেবী শ্রী প্রসাদকে দিয়েছেন তিনি। এর আগে ২০১১ সালে সালমানের ‘রেডি’ সিনেমার ‘ঢিঙ্কা চিকা’ এবং ২০২০ সালে ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার ‘সিঁটি মার’ গান দুটির সুর ও সংগীত পরিচালনা করেছেন দেবী।

পলক তিওয়ারি (ছবি: ইনস্টাগ্রাম)
চলতি বছরের ৩০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ফরহাদ সামজি পরিচালিত ‘ভাইজান’। এর কয়েকদিন আগেই সালমানের জন্মদিন। আর এটি মুক্তির একদিন পরেই ইংরেজি নববর্ষ।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
