স্টার জোন
সালমান শাহ হত্যা মামলা নিয়ে মুখ খুললেন শাবনূর

সালমান শাহ ও শাবনূর (ছবি: ফেসবুক)
অমর নায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় গত ২১ অক্টোবর হত্যা মামলা করার আদেশ দিয়েছে আদালত। মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর থেকে দেশজুড়ে ভক্ত ও দর্শকদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, সেই রহস্য এবার কাটবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় বিরূপ পরিস্থিতিতে পড়েছেন ঢালিউড অভিনেত্রী শাবনূর। তার অভিযোগ, সালমান শাহের হত্যা মামলায় সঙ্গে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচারণা ছড়ানো হচ্ছে। তিনি এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আজ (২৭ অক্টোবর) ফেসবুকে ‘আবারো সালমান শাহ প্রসঙ্গ নিয়ে কিছু কথা!’ শিরোনামে একটি পোস্ট দিয়েছেন শাবনূর। শুরু তিনি উল্লেখ করেন, ‘২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে গত ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদমাধ্যমের খবরে এ বিষয়ে অবহিত হয়েছি। অনেকেই এ বিষয়ে আমার মন্তব্য জানতে চাইছেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন, তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্ত প্রচারণা ছড়াচ্ছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।’
এরপর শাবনূর লিখেছেন, ‘সালমান শাহ ছিলো আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় ১৪টি সিনেমায় কাজ করেছি। সালমান ছিলো একজন জনপ্রিয়, অসাধারণ শক্তিমান ও প্রতিভাবান অভিনেতা। নিঃসন্দেহে বলতে পারি, তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ার বিকশিত ও উজ্জ্বল হয়েছে। সালমান শাহের অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলো। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে থাকতে পারে। আমাদের নিয়ে অনেক জলঘোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই— সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করি। যে-ই দোষী হোক না কেন, তাকে যেন আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হয়, এটাই আমার একান্ত দাবি ও প্রত্যাশা।’

সালমান শাহ ও শাবনূর (ছবি: ফেসবুক)
শাবনূর যোগ করেছেন, ‘সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের তা সালমানের মা নীলা আন্টির আহাজারি দেখলেই অনুভব করতে পারি। আমি আন্টি ও তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। সর্বোপরি সালমান শাহের আত্মার মাগফিরাত কামনা করছি।’
ফেসবুক পোস্টের নিচে সালমান শাহের সঙ্গে জড়িয়ে গুজবের জবাবে ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর শাবনূর যা লিখেছিলেন, সেই লিংক যুক্ত করে দিয়েছেন তিনি।

‘আনন্দ অশ্রু’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর (ছবি: ফেসবুক)
ক্ষণজন্মা তারকা সালমান শাহ দেশীয় সিনেমায় সুবাতাস বয়ে এনেছিলেন। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে বড় পর্দায় প্রথমবার হাজির হন তিনি। স্বল্প সময়ের ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।
মাত্র ৩ বছর ৫ মাস ১২ দিনের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এরমধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’ সিনেমায় তারা প্রথমবার জুটি বাঁধেন। এটি মুক্তি পায় ১৯৯৪ সালের ২২ মে। তাদের বেশিরভাগ সিনেমা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। নায়কের জীবদ্দশায় এই তালিকা থেকে মুক্তি পেয়েছে ‘সুজন সখী’ (১২ আগস্ট, ১৯৯৪), ‘বিক্ষোভ’ (৯ সেপ্টেম্বর, ১৯৯৪), ‘স্বপ্নের ঠিকানা’ (১১ মে, ১৯৯৫), ‘মহামিলন’ (২২ সেপ্টেম্বর, ১৯৯৫), ‘বিচার হবে’ (২১ ফেব্রুয়ারি, ১৯৯৬), ‘তোমাকে চাই’ (২১ জুন, ১৯৯৬), ‘স্বপ্নের পৃথিবী’ (১২ জুলাই, ১৯৯৬)।

‘মহামিলন’ সিনেমার দৃশ্যে সালমান শাহ ও শাবনূর (ছবি: ফেসবুক)
সালমান শাহের অপমৃত্যুর পর শাবনূরের সঙ্গে তার জুটি গড়া ৬টি সিনেমা মুক্তি পায়। এগুলো হলো ‘জীবন সংসার’ (১৮ অক্টোবর, ১৯৯৬), ‘চাওয়া থেকে পাওয়া’ (২০ ডিসেম্বর, ১৯৯৬), ‘প্রেম পিয়াসী’ (১৮ এপ্রিল, ১৯৯৭), ‘স্বপ্নের নায়ক’ (৪ জুলাই, ১৯৯৭), ‘আনন্দ অশ্রু’ (১ আগস্ট, ১৯৯৭) এবং ‘বুকের ভেতর আগুন’ (৫ সেপ্টেম্বর, ১৯৯৭)।
মাত্র ২৬ বছর বয়সে নিভে গেছে সালমান শাহের জীবনপ্রদীপ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সিলেটে হযরত শাহজালালের (রা.) মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তিনি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
