আলাপচারিতা
সুন্দর অভিনয় করি বললে সত্যি খুব লজ্জা পাই: শামীমা নাজনীন

শামীমা নাজনীন (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
ছোট পর্দার সুঅভিনেত্রীদের একজন শামীমা নাজনীন। বিশেষ করে হূমায়ুন আহমেদের অসংখ্য নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বড় পর্দাতেও দর্শকদের মুগ্ধ করেছেন। স্বল্পভাষী এই তারকা দর্শকের ভালোবাসায় আপ্লুত হয়ে নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় ক্যারিয়ার ও পরিবার নিয়ে কথা বলেছেন তিনি।
সিনেমাওয়ালা নিউজ: আপনি একজন জনপ্রিয় অভিনেত্রী। এতো সুন্দর অভিনয় করেন কীভাবে?
শামীমা নাজনীন: সুন্দর অভিনয় করি বললে আমি সত্যি খুব লজ্জা পাই। আসলে আমি যখন যে চরিত্রটি পাই সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করি। সবসময় কিন্তু পারি না। মাঝে মধ্যে হয়তো সফল হই।
সিনেমাওয়ালা নিউজ: আপনি শুটিং সেটে খুব কম কথা বলেন। এর কারণ কী?
শামীমা নাজনীন: আমি খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনি, তাই।

শামীমা নাজনীন (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আপনার জনপ্রিয়তার পেছনে কার অবদান আছে? হুমায়ূন আহমেদ নাকি অন্য কেউ?
শামীমা নাজনীন: হুমায়ূন আহমেদ তো অবশ্যই। আমাদের দেশের অন্যান্য পরিচালকরাও আমাকে সহযোগিতা করেছেন। এছাড়া আমার পরিবারের সদস্য ও আশেপাশের সবাই সাহায়তা করেছেন।
সিনেমাওয়ালা নিউজ: হুমায়ূন আহমেদের সঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করুন।
শামীমা নাজনীন: হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে যখন আমরা থাকতাম তখনকার সব ঘটনাই মজার। আলাদা করে তেমন কিছু আমার মনে পড়ে না। আমার কাছে সেসব দিনগুলোর পুরোটাই অনেক মজার বলে মনে হয়।

শামীমা নাজনীন (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আপনার ছেলে-মেয়ে কয়জন?
শামীমা নাজনীন: আমার একটি মাত্র মেয়ে।
সিনেমাওয়ালা নিউজ: আগামী দিনের জন্য কী স্বপ্ন দেখেন?
শামীমা নাজনীন: আরও একটু যদি ভালো অভিনয় করে যেতে পারি।

শামীমা নাজনীন (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
শামীমা নাজনীন: দর্শক যারা আমার অভিনয় দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা আমাদের দেশের নাটক আরও বেশি করে দেখবেন। তাহলে আমরা অভিনয় করে আরও আনন্দ পাবো।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
