ঢালিউড
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার যে তিন জনের অভিনয়ে মুগ্ধ সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা (ছবি: ফেসবুক)
মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি দেখেছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। তিনি এতে দুই জন নায়ক খুঁজে পেয়েছেন। তার কথায়, ‘এই সিনেমায় দুই নায়ক আছে। একটি হলো বিষয়বস্তু, অন্যজন হলো পরিচালক হৃদি হক। সে অনন্য গল্প বলার কৌশল দেখিয়েছে।’
গতকাল দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে (২৪ আগস্ট) ফেসবুকে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, “দেখলাম ‘১৯৭১ সেই সব দিন’। ১৯৭১-এ ফিরে যেতে আমার দুই মিনিট সময় লেগেছে। এভাবে একটি অসাধারণ আবেগপ্রবণ যাত্রা শুরু করেছিলাম।”
‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসায় ভাসিয়েছেন সুবর্ণা মুস্তাফা। তার দৃষ্টিতে, ‘প্রত্যেকেই তাদের সামর্থ্য অনুযায়ী এবং সম্পূর্ণ সততার সঙ্গে পারফর্ম করেছে। তারা সবটুকু নিংড়ে দিয়েছে। ফেরদৌস, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, সজল, সাজু খাদেম, লিটু আনামসহ সবাই খুব ভালো অভিনয় করেছে। দুই-তিনজনের কথা বিশেষভাবে উল্লেখ করতে চাই। যেমন তারিনকে দুর্দান্ত লেগেছে। তার চেনা গণ্ডির বাইরে স্বাচ্ছন্দ্যে ও সাবলীলভাবে অভিনয় করেছে। মৌসুমী হামিদের অভিনয় মনে থাকবে, সে অনেক ভালো কাজ করেছে। সবশেষে হৃদি পুরোপুরি মন্ত্রমুগ্ধ করেছে আমাকে। তার সত্যিই সিরিয়াসলি অভিনয় করা উচিত।’

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার দৃশ্য (ছবি: জাজ মাল্টিমিডিয়া)
সুবর্ণা মুস্তাফা মন্তব্য– ‘সিনেমাটির গান, আবহ সংগীত, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, পোশাক ও লোকেশন বিষয়বস্তুর সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। কোনো কিছুই বেমানান লাগেনি। পুরো টিমকে কুর্নিশ।’
সিনেমাটি চোখে জল এনে দিয়েছে উল্লেখ করে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘একটি নির্দিষ্ট সময়ে এতোটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে, আক্ষরিক অর্থেই কেঁদেছি। এটি বড় ব্যাপার, কারণ আমি খুব একটা কাঁদি না। এমন অভিজ্ঞতার জন্য ধন্যবাদ হৃদি। ভালো কাজ করতে থাকো। তোমাকে সবসময় ভালোবাসি।’

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার দৃশ্য (ছবি: জাজ মাল্টিমিডিয়া)
সুবর্ণা মুস্তাফা মনে করেন– ‘পরবর্তী প্রজন্মের কাছে ১৯৭১ সালের মানসিক আঘাত, কষ্ট ও যন্ত্রণার কথা তুলে ধরা ভীষণ গুরুত্বপূর্ণ। হৃদি হক সেটি সফলভাবে করেছে। লাকী ভাবির মতো ইনাম স্যারও গর্বিত হতেন।’
‘১৯৭১ সেই সব দিন’-এর মূল গল্প ভাবনা প্রয়াত ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। এতে আরো অভিনয় করছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, নাজিয়া হক অর্ষা, সোনিয়া হোসেন, গীতশ্রী চৌধুরী প্রমুখ। অভিনয়ের পাশাপাশি শিল্প নির্দেশনা ও কোরিওগ্রাফির কাজ করেছেন লিটু আনাম।
সরকারি অনুদানে নির্মিত ‘১৯৭১ সেইসব দিন’ মুক্তি পায় গত ১৮ আগস্ট। হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। পরিচালনা ও অভিনয়ের পাশাপাশি হৃদি হক ‘যাচ্ছো কোথায়’ গানের কথা লিখেছেন। এটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন কামরুজ্জামান রনি ও ইশরাত অ্যানি। ‘ইয়ে শামে’ শিরোনামের একটি গান লিখেছেন চয়নিকা দত্ত, এটি গেয়েছেন সঞ্চারী সেনগুপ্ত। দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতরে দেবজ্যোতি মিশ্র।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
