বলিউড
সুস্মিতার নতুন প্রেমিক

সুস্মিতা সেন ও ললিত কুমার মোদী (ছবি: টুইটার)
বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। ৪৬ বছর বয়সী এই সুন্দরীর সৌন্দর্যে মাত হয়েছেন অসংখ্য পুরুষ। বলা যায়, কলেজ লাইফ থেকেই সম্পর্কের নিরিখে বেশ রঙিন সুস্মিতা সেন। একের পর এক প্রেম উঁকি দিয়েছে তার জীবনে। যে তালিকায় রয়েছে অনিল আম্বানি, ওয়াসিম আকরাম, সবীর ভাটিয়া, রণদীপ হুদা, ঋত্বিক ভাসিন, বিক্রম ভাটসহ অনেকেই।
তবে সম্পর্ক ঘিরে নানান জটিলতার জেরে বারে বারে মন ভেঙেছে সুস্মিতার। যা নিয়ে কখনও কোন রাখঢাক করেননি বলিউডের এই অভিনেত্রী। বরং নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় তা খোলসা করেছেন বারবার।

সুস্মিতা সেন ও ললিত কুমার মোদী (ছবি: টুইটার)
এই তো কিছুদিন আগেই কাশ্মীরের মডেল রহমান শলের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন সুস্মিতা সেন। সে কথাও নিজেই জানিয়েছেন সুস্মিতা। সেই প্রেমের সম্পর্কের বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়লেন সাবেক এই বিশ্ব সুন্দরী।
ব্যবসায়ী ললিত কুমার মোদীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে সুস্মিতার। সম্প্রতি সুস্মিতার সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে ‘নতুন জীবন’ শুরুর কথা ঘোষণা করেন ললিত মোদি। তিনি লেখেন, ‘নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।’ আরও লেখেন, ‘পরিবারের সঙ্গে মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার সঙ্গীনি সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবন শুরু। যেন চাঁদে রয়েছি।’

সুস্মিতা সেন ও ললিত কুমার মোদী (ছবি: টুইটার)
কে এই ললিত কুমার মোদী? তিনি হলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবসায়ী। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট, পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। এছাড়া তিনি মোদি এন্টারপ্রাইজেসের প্রেসিডেন্ট, ম্যানেজিং ডিরেক্টর এবং গডফ্রে ফিলিপস ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর।
ললিত মোদীর বিরুদ্ধে আইপিএলের নিয়ে টাকা তছরূপের অভিযোগ উঠেছিল। ওই ঘটনার তদন্তের মাঝেই ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। সেই থেকে লন্ডনে অবস্থান করছেন এই ব্যবসায়ী।

সুস্মিতা সেন ও ললিত কুমার মোদী (ছবি: টুইটার)
অভিনয় থেকে দুই বছর নিজেকে দূরেই সরিয়ে রেখেছেন সুস্মিতা। বড় পর্দায় সবশেষ ২০১৫ সালে ‘নির্বাক’ সিনেমায় দেখা গেছে তাকে। ২০২০ সালে ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘আরিয়া’য় দেখা গেছে তাকে।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
