বলিউড
সেন্সর ছাড়পত্র পেলো ‘পাঠান’, বাংলাদেশে মুক্তি ১২ মে

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। আগামী ১২ মে ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হিন্দি সিনেমাটি।
৪ মে সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন।
বাংলাদেশে অনেক বছর ধরে হিন্দি সিনেমা আমদানি বন্ধ ছিলো। তবে শত শত সিনেমা হল বন্ধের পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্টদের আবেদনের পর গত ১১ এপ্রিল তথ্য মন্ত্রণালয় জানায়, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি সিনেমা আমদানি করা যাবে। তবে ঈদ ও দুর্গাপূজায় সেগুলো মুক্তি দেওয়া যাবে না।

‘পাঠান’ সিনেমার পোস্টারে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: টুইটার)
গত ২৫ জানুয়ারি ভারতের ৫ হাজার ৫০০টি এবং অন্যান্য দেশের ২ হাজার ৫০০টি মিলিয়ে ৮ হাজার সিনেমা হলে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’। ভারতের বাইরে ১০০টিরও বেশি দেশের সিনেমা হলে এসেছে এটি। ‘পাঠান’ আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। এরপর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)
২০১৮ সালে আনন্দ এল. রাই পরিচালিত ‘জিরো’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় চার বছরেরও বেশি সময় বিরতি নেন শাহরুখ খান। অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘পাঠান’ নিয়ে ফিরে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এতে ৫৭ বছর বয়সী এই অভিনেতার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ৮ বছরেরও বেশি সময় পর আবার একফ্রেমে এলেন তারা।

‘পাঠান’ সিনেমার পোস্টারে শাহরুখ খান ও জন আব্রাহাম (ছবি: টুইটার)
‘পাঠান’ সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। এছাড়াও আছেন আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়া, নিখাত খান হেগড়ে। অতিথি চরিত্রে দেখা গেছে বলিউড সুপারস্টার সালমান খানকে।

‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন (ছবি: টুইটার)
সিনেমাটির দুই গান ‘ঝুমে জো পাঠান’ এবং ‘বেশরম রঙ’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এগুলো হলো শিল্পা রাওয়ের গাওয়া ‘বেশরম রঙ’ এবং অরিজিৎ সিং ও সুকৃতি কাকারের কণ্ঠে ‘ঝুমে জো পাঠান’। দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
