স্টার জোন
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফির চার দলের স্কোয়াড ও ফিকশ্চার

টাইটান্স স্কোয়াড (ছবি: সিনেমাওয়ালা)
রাজধানী ঢাকার বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি)। টুর্নামেন্টে শোবিজ তারকা-শিল্পীরা চারটি দলের হয়ে ব্যাট-বল হাতে মাঠ মাতাবেন। এগুলো হলো– টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস ও স্বপ্নধরা স্পারটান। আজ (৫ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বপ্নধরা স্পারটান্স ও নাইট রাইডার্স।
প্রতি দলে থাকছেন একজন করে মেন্টর। স্বপ্নধরা স্পারটান্স দলে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, টাইটানস দলে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, জেভিকো কিংস দলে পরিচালক তানিম রহমান অংশু ও নাইট রাইডার্স দলে পরিচালক প্রবীর রায় চৌধুরী মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ১ মে রাতে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি উন্মোচন করা হয়। এর আগে কয়েকদিন দল গোছানো ও প্র্যাকটিসে ঘাম ঝরিয়েছেন শিল্পী-নির্মাতারা।
এসএস স্পোর্টস আয়োজিত সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে টি-২০ ফরম্যাটে ফ্লাডলাইটের আলোয় মোট ৭টি ম্যাচ হবে। আগামী ১৩ মে ফাইনাল। সবই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

জেভিকো কিংস স্কোয়াড (ছবি: ফেসবুক)
খেলার সূচি: ৬ মে বিকেল ৪টায় টাইটানস বনাম জেভিকো কিংস, ৮ মে বিকেল ৪টায় নাইট রাইডার্স বনাম জেভিকো কিংস, রাত ৮টা ৩০ মিনিটে টাইটানস বনাম স্বপ্নধরা স্পারটান্স, ১০ মে বিকেল ৪টায় টাইটানস বনাম নাইট রাইডার্স, রাত ৮টা ৩০ মিনিটে জেভিকো কিংস বনাম স্বপ্নধরা স্পারটান্স। শীর্ষ পয়েন্টধারী ২ দল আগামী ১৩ মে বিকেল ৪টায় ফাইনালে মুখোমুখি হবে।
টাইটানস স্কোয়াড: শরিফুল রাজ, সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, মালাইকা চৌধুরী, সাবিলা নূর, জেফার রহমান, সুনেরাহ বিনতে কামাল, তানহা তাসনিয়া, মারিয়া শান্ত, নাঈমা আলম মাহা, মালিহা তাহসিন, রাশেদ মামুন অপু, পার্থ শেখ, সাইদুর রহমান পাভেল, আরফিন রুমি, রাফসান সাবাব, জোহাদ রেজা, গোলাম কিবরিয়া তানভীর, আবরার আতহার, শিবলী নোমান, নাঈম ফুয়াদ, জাহিদ আশিক, দাউদ আল মাহমুদ, কিটো ভাই, টয়, মাশরুর এনান।
স্বপ্নধরা স্পারটান্স স্কোয়াড: শ্যামল মাওলা, দীপা খন্দকার, ইমতিয়াজ বর্ষণ, জুনায়েদ বোগদাদি, প্রত্যয় খান, তন্ময়, নাবিলা বিনতে ইসলাম, আয়শা মনিকা, পিন্টু ঘোষ, শান্তা জাহান, সাজ্জাদ খান সান, জয় চৌধুরী, জাহের আলভি, আরিয়ানা, সাব্বির আহমেদ, রুবাইয়া এশা, ওসামা বিন নূর, নাজমুল হুদা ইমন, সালমান সানজিদ, আদনান অন্তু, স্বাধীন সরদার।

নাইট রাইডার্স স্কোয়াড (ছবি: ফেসবুক)
নাইট রাইডার্স স্কোয়াড: ইরফান সাজ্জাদ, মামনুন ইমন, বাপ্পি চৌধুরী, সুমিত সেনগুপ্ত, অর্ণব অন্তু, পূর্ণ মিলন, ইমরান খান, রাব্বি, শেহজাদ ওমর, ফাহিম, শাহেদ ফারহান, কেয়া পায়েল, শাম্মী নীলা, সায়রা আক্তার জাহান, সালহা খানম নাদিয়া, বহ্নি হাসান, আলিশা, সালমান আরাফাত, আদিল, রবিন মিয়া।
জেভিকো কিংস স্কোয়াড: এবিএম সুমন, জিয়াউল রোশান, আদর আজাদ, সাঞ্জু জন, তাসনুভা তিশা, নীল হুরেরজাহান, আরিক আনাম খান, শুভাশিষ ভৌমিক, রাশেদ সীমান্ত, আরমান কোহলি, আলিফ চৌধুরী, সৈয়দা তৌহিদা হক, শেরতাজ জেবিন, জেবা তাকিয়া, সিনথিয়া ইয়াসমিন, মুনওয়ারা জলি, সাজরিয়া তাবাসসুম প্রমা, মারিয়া মিম, ফরহাদ বাবু, ডিজে জুদু, আভরাল সাহির, রুসলান হোসেন, রাতুল রহমান, মো. ইলিয়াস বিকে, আসিফ খান, রাজিব কুণ্ডু।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস