স্টার জোন
সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো গিগাবাইট টাইটান্স, টুর্নামেন্ট সেরা পাভেল

গিগাবাইট টাইটান্সের উল্লাস (ছবি: সিনেমাওয়ালা)
সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি (সিসিটি) জিতে নিলো গিগাবাইট টাইটান্স। ফাইনালে গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নধরা স্পারটান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার স্বাদ পেলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দল। ম্যাচসেরা হয়েছেন দাউদ আল মাহমুদ। টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পেয়েছেন সাইদুর রহমান পাভেল।
গতকাল (১৩ মে) ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বপ্নধরা স্পারটান্স। অন্তু ওয়ালিদের ৩৪ বলে ৫১ রানের ওপর ভর করে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৮ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান। এছাড়া স্বাধীন ১৩ বলে ১৮ রান ও ওপেনার জয় চৌধুরী ১৫ বলে ১৮ রান করতে পেরেছেন। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অতিরিক্ত থেকে এসেছে ২০টি রান। গিগাবাইট টাইটান্সের হয়ে দাউদ আল মাহমুদ ১ ওভারেই ৩টি উইকেট নিয়ে প্রতিপক্ষের স্কোর বড় হতে দেননি। তিনিই হয়েছেন ম্যাচসেরা। পার্থ শেখ, সাইদুর রহমান পাভেল ও মাশরুর এনান নেন ১টি করে উইকেট।
শিরোপার লক্ষ্যে নেমে গিগাবাইট টাইটান্সের দুই ওপেনার পার্থ শেখ ও জাহিদুর আশিক ১৩.৩ ওভারে ১১১ রানের পার্টনারশিপ গড়ে জয় সহজ করে দেন। জাহিদ ৩২ বলে ৩৮ রান করে অন্তু ওয়ালিদের বলে স্বাধীনের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন। এরপর ব্যাট হাতে নেমে তাণ্ডব চালিয়েছেন সাইদুর রহমান পাভেল। ৮ বল খেলে দুই ছক্কা ও একটি বাউন্ডারিতে ১৯ রান করেছেন তিনি। আরেক ওপেনার পার্থ শেখ ৫৬ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। এরমধ্যে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। অতিরিক্ত থেকে এসেছে ১৩টি রান। সব মিলিয়ে ১৬ ওভারেই ফাইনাল জিতে শিরোপা হাতে নিয়েছেন সিয়াম-রাফসানরা।

গিগাবাইট টাইটান্সের শিরোপা জয়ের উল্লাস (ছবি: সিনেমাওয়ালা)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সাইদুর রহমান পাভেল। টুর্নামেন্টের সেরা বোলার স্বীকৃতিও পেয়েছেন তিনি। তার উইকেট মোট ৯টি। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন জাহিদুর আশিক। নারীদের মধ্যে টুর্নামেন্টের সেরা বোলার ও সেরা ব্যাটার দুটি পুরস্কারই পেয়েছেন মালিহা তাহসিন। সাতটি ক্যাচ নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট কিপার হয়েছেন সাঞ্জু জন। হিট অ্যান্ড উইন পুরস্কার পেয়েছেন রাব্বি।
মেয়েদের বিভাগে টুর্নামেন্টের সেরা স্বীকৃতি পেয়েছেন মালিহা তাহসিন। অভিনেত্রী-প্রযোজক নুসরাত ইমরোজ তিশা ও ক্রিকেটার নাসির হোসেন পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো ছিলেন টুর্নামেন্টের আয়োজক এসএস স্পোর্টসের প্রতিষ্ঠাতা, অভিনেতা ইরফান সাজ্জাদ ও সাজ্জাদ খান সান।

গিগাবাইট টাইটান্সের নারীদের বাঁধভাঙা আনন্দ (ছবি: সিনেমাওয়ালা)
সংক্ষিপ্ত স্কোর (পুরুষ)
গিগাবাইট টাইটান্স ১৪২/১ (১৬ ওভার)
স্বপ্নধরা স্পারটান্স ১৩৭/৯ (১৮ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ১৩ রানে জয়ী
ম্যাচসেরা: দাউদ আল মাহমুদ
সংক্ষিপ্ত স্কোর (নারী)
গিগাবাইট টাইটান্স ১৮/১ (২ ওভার)
স্বপ্নধরা স্পারটান্স ১৭/১ (২ ওভার)
ফল: গিগাবাইট টাইটান্স ৯ উইকেটে জয়ী
উইমেন অব দ্য ফাইনাল: মালিহা
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস