Connect with us

ঢালিউড

‘সোলজার’ শাকিবের ফার্স্টলুক পোস্টার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সোলজার’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)

আয়নায় তাকিয়ে আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মুখে পানি ছিটানো। নাকের নিচে মোটা গোঁফ। তার চোখে আগ্রাসী ও সাহসী ভাব। ‘সোলজার’ সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টারে এভাবেই পাওয়া গেলো তাকে। এটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। 

আজ (১০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার পোস্ট করে শাকিব লিখেছেন, ‘আপনার সৈনিক আপনার সেবায়!’

শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে পোস্টারটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখতে কঠোর ও শক্তিশালী… আমরা যে সৈনিকের জন্য অপেক্ষা করছিলাম সে অবশেষে দায়িত্বে যোগ দিয়েছে!’

‘সোলজার’ সিনেমায় শাকিব খান (ছবি: সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড)

গত ৭ অক্টোবর ‘সোলজার’ সিনেমার প্রথম ঝলক পোস্ট করেন শাকিব। ভিডিওটির শেষ দিকে গালভর্তি দাড়ি ও মুখে জখম নিয়ে ওপরে তাকিয়ে চিৎকার করতে দেখা যায় তাকে। তখন তিনি নেপথ্য কণ্ঠে প্রশ্ন করেন, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের তুমি?’

‘সোলজার’-এ শাকিবকে দেখা যাবে নতুন এক চরিত্রে, যে দেশ ও মানুষের জন্য নিজের অবস্থান থেকে লড়াই করে। তার মাধ্যমে দর্শকরা দেখবেন দেশের প্রত্যেক সংগ্রামী সাধারণ নাগরিকের প্রতিচ্ছবি।

শাকিব বলেন, ‘এমন গল্পে আগে কখনো কাজ করিনি। সিনেমাটির গল্প দর্শকদের ভাবাবে, অনুপ্রেরণা দেবে। সেই সঙ্গে সাহস জোগাবে নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে।’

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

ইতোমধ্যে ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে থাকছে সমসাময়িক প্রেক্ষাপটে বাস্তব ঘটনা-নির্ভর দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়াই ও আশাবাদী হওয়ার গল্প। ‘সোলজার’ নামটি শুনলে সৈনিক ও তার সংগ্রামের গল্প চলে আসে। কিন্তু এই সিনেমা কেবলই যুদ্ধ কিংবা দেশপ্রেমের গল্প নয়। ‘সোলজার’-এর মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনায় আত্মপ্রকাশ করা সাকিব ফাহাদের ভাষ্য, “এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, অধিকার আদায়ে সোচ্চার হয় ও দেশের জন্য কিছু করতে চায়। ‘সোলজার’ তাদের গল্প বলবে, যাদের বিশ্বাস– আমাদের প্রত্যেকের ভেতরে একজন ‘সোলজার’ আছে। নিজের অবস্থান থেকেই যে ক্রমাগত লড়াই করে চলে। ‘সোলজার’ দিনশেষে আশাবাদের গল্প শোনাবে। আমরা জাতি হিসেবে যতো সংকটে পড়ি না কেনো, আশাবাদী থাকি।”

(বাঁ থেকে) অজয় কুমার কুন্ডু, অঞ্জন চৌধুরী ও শাকিব খান (ছবি: মাছরাঙা টেলিভিশন)

নতুন সিনেমায় শাকিবের বিপরীতে তানজিন তিশা থাকছেন বলে শোনা যাচ্ছে। এতে আরো অভিনয় করছেন তৌকীর আহমেদ, তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী। চিত্রগ্রহণে কামরুল হাসান। এটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

এদিকে শাকিবের হাতে আরো আছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ নামের একটি সিনেমা। সম্প্রতি প্রকাশিত এর ফার্স্ট লুক পোস্টারে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ হতে যাচ্ছে আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম সিনেমা। নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে অ্যাকশন, অপরাধ, প্রেম ও পারিবারিক ড্রামার সম্মিলন থাকছে ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’য়। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ তৈরি করেছেন মেজবাহ উদ্দীন সুমন, মোহাম্মদ নাজিমউদ্দিন ও আবু হায়াত মাহমুদ। ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ প্রযোজনা করছেন ক্রিয়েটিভ ল্যান্ডের শিরিন সুলতানা। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে তার।

সিনেমাওয়ালা প্রচ্ছদ