Connect with us

বলিউড

সৌদিতে কার সঙ্গে কৃতির আলাপচারিতা

সৌদি আরবে রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির হলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। গতকাল (৫ ডিসেম্বর) কালচার স্কয়ার-সিনেমা কক্ষে কথোপকথন অধিবেশনে ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। এরপর জমকালো একটি অনুষ্ঠানে হলিউড তারকাদের সঙ্গে সময় কাটান তিনি।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে কৃতি স্যানন (ছবি: রেড সি উৎসব)

গোলাপ ফুলের নকশা করা গোলাপি রঙের গাউনে কৃতি স্যানন (ছবি: রেড সি উৎসব)

কথোপকথনের বেশিরভাগ জুড়ে নিজের অভিনীত ‘মিমি’ (২০২১) নিয়ে কথা বলেছেন কৃতি স্যানন। এতে বিদেশি এক দম্পতিকে জন্য সারোগেসির মাধ্যমে মা হওয়া এক তরুণীর চরিত্রে নৈপুণ্যের সুবাদে সেরা ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি। এছাড়া ‘দিলওয়ালে’তে (২০১৫) বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন ৩৫ বছর বয়সী এই তারকা (ছবি: রেড সি উৎসব)

কৃতি স্যাননের নতুন সিনেমা আনন্দ এল. রাই পরিচালিত ‘তেরে ইশক মে’ দর্শকদের মন জয় করেছে। এতে ধানুষের সঙ্গে তার রসায়ন দেখা গেছে। বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ১১৮ কোটি রুপি। কথোপকথনে প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘তেরে ইশক মে’ নিয়েও আলাপ করেছেন নায়িকা (ছবি: রেড সি উৎসব)

কৃতি স্যাননের কথোপকথন সঞ্চালনা করেছেন রেড সি ল্যাবসের প্রধান রায়ান অ্যাশোর (ছবি: রেড সি উৎসব)

উৎসবের ‘উইমেন ইন মোশন’ অনুষ্ঠানে কালো গাউনে কৃতি স্যানন (ছবি: রেড সি উৎসব)

‘উইমেন ইন মোশন’ অনুষ্ঠানে অস্কারজয়ী আমেরিকান অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডির সঙ্গে কৃতি স্যানন (ছবি: রেড সি উৎসব)

কৃতি স্যানন ও বাফটা মনোনীত আমেরিকান অভিনেত্রী ড্যাকোটা জনসন (ছবি: রেড সি উৎসব)

অস্কার ও গোল্ডেন গ্লোব মনোনীত আমেরিকান অভিনেত্রী উমা থারম্যান ও কৃতি স্যানন (ছবি: রেড সি উৎসব)

সিনেমাওয়ালা প্রচ্ছদ