বলিউড
সৌদিতে শুটিং শেষে ওমরাহ পালন করলেন শাহরুখ

সৌদি আরবে শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)
সৌদি আরবে নিজের নতুন সিনেমা ‘ডাংকি’র শুটিং শেষের পর ওমরাহ পালন করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তখন পাপারাজ্জিদের তোলা কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসব দেখে ভক্ত ও নেটিজেনরা বলিউড বাদশার প্রতি ভালোবাসা জানিয়েছে।
মক্কায় নিয়ম মেনে ইজার ও রিদা পরে ওমরাহ পালন করেছেন শাহরুখ। করোনা সতর্কতা থেকে মুখটা মাস্কে ঢেকে রেখেছিলেন তিনি। তখন তার পাশে ছিলো কয়েকজন নিরাপত্তাকর্মী।
সৌদিতে দর্শনীয় কিছু লোকেশনে ভালোভাবে ‘ডাংকি’র শুটিং করতে পারায় মধ্যপ্রাচ্যের দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। এবারই প্রথম বলিউডের কোনো সিনেমার কাজ হলো সৌদিতে।
View this post on Instagram
সৌদির জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখানো হয়েছে এই আয়োজনে। তার সঙ্গে প্রদর্শনীতে ছিলেন সহশিল্পী কাজল। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে।

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেবেন শাহরুখ খান (ছবি: টুইটার)
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’তে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু। এবারই প্রথম বড় পর্দায় একসঙ্গে হাজির হবেন তারা। আগামী বছরের বড়দিন উপলক্ষে মুক্তি পাবে এটি।

‘পাঠান’ সিনেমার পোস্টার (ছবি: ইনস্টাগ্রাম)
শাহরুখের হাতে আছে আরও দুটি সিনেমা। এরমধ্যে ‘পাঠান’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এরপর জুনে আসবে শাহরুখের নিজের প্রযোজনায় ‘জওয়ান’। এতে তার সহশিল্পীরা হলেন বিজয় সেতুপতি, নয়নতারা।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
